কারাইকল জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৬৬ নং লাইন:
তিনি ময়ূরম বা ময়িলাড়ুতুরাইতে ভূমিমূল্য তিন বছরের জন্য বিনা সুদের ১,৫০,০০০ চক্র এছাড়াও সংলগ্ন পাঁচটি গ্রামের মূল্য বার্ষিক ৪০০০ পেগোডা নির্ধারণ করেন৷ ফরাসিরা অন্যসমস্ত শর্ত মেনে নিলেও ময়ূরমের ত্রিবার্ষিক মান বার্ষিক অতিরিক্ত অগ্রিম করমূল্যে ১০,০০০ চক্র বৃৃদ্ধি পেলে তারা এই শর্ত প্রত্যাখ্যান করেন কারণ তারা ভেবেছিলেন এই অতিরাক্ত মূল্য দুই থেকে তিন হাজার চক্রের মাধ্যমেই নির্ধারণ করা যেতে পারতো৷ ফলে তারা কিলাইয়ুর, মেলাইয়ুর, পুদুতুরাই, কোয়িলপট্টু ও তিরুমালারায়নপত্তনম গ্রামগুলির মালিকানা নেয়৷ এরই সাথে ফরাসিরা আরো দুটি গ্রাম লাভ করে৷ রাজসত্ত্বের যুদ্ধে বিজিত প্রতাপ সিং ১০০০০০ চক্র করের মূল্য একাধিক কিস্তিতে ভাগ করেন ও প্রথম কিস্তিতে ৪০০০ চক্র গ্রহণের বদলে আরো আটটি গ্রামের মালিকানা ফরাসিদের দেন৷ গ্রামগুলি হলো, কোণ্ডগাই, বঞ্জিয়ুর, আরিমুল্লিমঙ্গলম, নিরবী, ধর্মপুরম, উড়িয়াপট্টু, মাট্টকুড়ি (সম্ভবত মাতলণ্ডগুড়ি) এবং পোলাগাম৷ তারপর আবার ১৭৪০ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারী এই গ্রামগুলির মূল্য পূর্ববর্তী বছরের ৪০,০০০ চক্র মূল্যের বদলে ৬০,০০০ চক্র করা হয়৷
 
ঐ একই বছর প্রতাপ সিং তিরুনল্লরতিরুনলারু মহানমের জন্য করবাবদ ৫৫৩৫০ চক্র নির্ধারণ করেন এবং ৬০,০০০ চক্রর বিনিময়ে আরো ৩৩টি গ্রামের মালিকানা দিতে রাজী হন৷ ১৭৫০ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারী প্রতাপ সিং ও ফরাসিদের মধ্যে হওয়া চুক্তিতে রাজা কারাইকলকে কেন্দ্র করে মোট ৮১টি গ্রামের মালিকানা তাদের দেন এবং ঐ গ্রামগুলির জন্য বার্ষিক ২০০০ পেগোডার করে অতিরাক্ত করমূল্য বাতিল করেন৷ ১৭৬১ খ্রিস্টাব্দে ব্রিটিশদের নিকট নতি স্বীকারের পূর্ব অবধি এই ছিলো তাঞ্জাবুর সাম্রাজ্যের নিকট ফরাসিদের দখলীকৃত অঞ্চল৷ এই অঞ্চল দুবার স্থানীয় রাজা ও ব্রিটিশদের শাসনাধীন থাকলে ১৮১৪ খ্রিস্টাব্দের [[প্যারিসের চুক্তি (১৮১৪)|প্যারিস চুক্তি]] অনুসারে ঐ অঞ্চল ১৮১৬-১৭ খ্রিস্টাব্দ নাগাদ আবার ফরাসিদের ফিরিয়ে দেওয়া হয়৷
[[File:karikal 1-126720 58N-NE 1920s.jpg|right|thumb|১৯২০ খ্রিস্টাব্দে কারাইকলের মানচিত্র]]