পিএসভি এইন্থোভেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
সংশোধন
৬ নং লাইন:
| fullname = ফিলিপস স্পোর্ট ভেরেনিখিং [[নামলোজে ভেনোটসখাপ|এনভি]]
| short name = পিএসভি
| nickname = ''বুরেন'' (কৃষক) <br />''লাম্পেন'' (লাইটবাল্ব) <br /> ''রুড-ভিতেন'' (লাল এবং সাদা)
| founded = {{Start date and years ago|df=yes|1913|08|31}}
| ground = [[ফিলিপস স্টাডিওন]]
৫১ নং লাইন:
| socks3 = 337000
}}
'''ফিলিপস স্পোর্ট ভেরেনিখিং''' ({{IPA-nl|ˈfilɪps ˌspɔrt fəˈreːnəɣɪŋ}}, {{lang-en|Philips Sports Union}}); সাধারণত আন্তর্জাতিকভাবে '''পিএসভি এইন্থোভেন''' অথবা শুধুমাত্র '''পিএসভি''' নামে পরিচিত) হচ্ছে [[এইন্থোভেন]] ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার [[ফুটবল]] ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ [[এরেডিভিজি]]তে খেলে। এই ক্লাবটি ১৯১৩ সালের ৩১শে আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।<ref name="philipselftal">{{cite web | title = Het Philips Elftal | url = http://www.psvzuipsite.nl/index.php?menu_id=61&multitext_id=140 | publisher = PSV Zuipsite | accessdate = 19 June 2013 | language = nl | url-status = dead | archiveurl = https://archive.is/20130624232722/http://www.psvzuipsite.nl/index.php?menu_id=61&multitext_id=140 | archivedate = 24 June 2013 | df = dmy-all }}</ref> পিএসভি তাদের সকল হোম ম্যাচ এইন্থোভেনের [[ফিলিপস স্টাডিওন]]য় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩৫,০০০।<ref name=capacity/> বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন [[রজা শ্মিত (ফুটবল ম্যানেজার)|রজা শ্মিত]] এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়ান আলবার্স। [[নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দল|ওলন্দাজ]] [[মধ্যমাঠের খেলোয়াড়]] [[ইব্রাহীম আফেলায়]] এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
 
পিএসভি নেদারল্যান্ডের অন্যতম সেরা তিনটি ক্লাবের মধ্যে একটি, যারা প্রতিষ্ঠার পর থেকেই সাফল্য অর্জন করেতে শুরু করেছিল। ঘরোয়া ফুটবলে, পিএসভি এপর্যন্ত ৪৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২৪টি [[এরেডিভিজি]] শিরোপা, ৯টি [[কেএনভিবি কাপ]] শিরোপাে এবং ১১টি [[ইয়োহান ক্রুইফ শিরোপা]] শিরোপা রয়েছে। ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, আয়াক্স এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ|ইউরোপীয় কাপ]] শিরোপা, ১টি [[উয়েফা কাপ]] শিরোপা রয়েছে।