ফুটবল ক্লাব মেস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সংশোধন
৫০ নং লাইন:
}}
'''ফুটবল ক্লাব দ মেস''' (সাধারণত '''এফসি মেস''' অথবা শুধুমাত্র '''মেস''' ({{IPA-fr|mɛs|-|prononciationmetz.ogg}}) নামে পরিচিত) হচ্ছে [[লরেন|লরেনের]] [[মেস]] ভিত্তিক একটি ফরাসি পেশাদার [[ফুটবল]] ক্লাব। এই ক্লাবটি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মেস বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ [[লীগ ১]]-এ খেলে (২০২০ অনুযায়ী)। এই ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ [[স্তাদ সাঁ-সামফোরিয়েঁ]]য় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৫,৬৩৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন [[ভিঁসেঁ ওনিয়ো]]। এই ক্লাবটি সভাপতি হলেন বের্নার সেরিঁ। ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় [[রেনদ কোয়াদ]] এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
 
প্রতিষ্ঠার তৃতীয় বছরে, অর্থাৎ [[১৯৩৪–৩৫ কুপ দে ফ্রান্স ফাইনাল|১৯৩৪–৩৫ মৌসুমে]] এই ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোন প্রতিযোগিতার শিরোপা জয়লাভ করেছিল। এপর্যন্ত মেস ৪টি [[লীগ ২]], ২টি [[কুপ দে ফ্রান্স]] এবং ১টি [[কুপ দে লা লীগ]] শিরোপা জয়লাভ করেছে।
 
==Honours==