জুবিলি হিলস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
নিবন্ধ পরিষ্কার করা হলো।
৪০ নং লাইন:
 
== ইতিহাস ==
জুবিলি হিলস নির্মাণের কল্পনা ১৯৬৩ সালে করা হয়। ১৯৬৭ সালে [[পদ্ম শ্রী]] বিজয়ী [[আইএএস]] আধিকারিক ছাল্লাগাল্লা নরসিমহনকে জুবিলি হিলসের "প্রেসিডেন্ট" রূপে কার্যকরীভাবে জায়গাটির উন্নতির দায় দায়িত্ব দেওয়া হয়। [[চেন্নাই|মাদ্রাজ]] শহরে এমন বহু পাড়ার পরিকল্পনা ও আদতে বাস্তবায়ন করার অভিজ্ঞতা থাকার দরুন নরসিমহনকে এই কাজটির জন্য সঠিক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। জুবিলি হিলস একটি পাহাড়ি এলাকা, ৮০-র দশকের পূর্বে কোনোই উন্নয়নমূলক কাজ ঐ এলাকায় হয়নি,হয়নি। ছাল্লাগাল্লা নরসিমহনের পরিবার জুবিলি হিলসে প্রথম বাড়ি বানিয়ে সে বাড়িতে স্থানপরিবর্তন করে থাকতে শুরু করেন ও এইভাবে তারা জুবিলি হিলসের প্রথম বাসিন্দা হয়ে যান। তবে, ১৯৮০ সালের মধ্যেই জুবিলি হিলসে ৩৫০ টি৩৫০টি ঘর-বাড়ির নির্মাণ হয়ে ওঠে এবং এর দ্বারাহওয়াতে অঞ্চলটির পূর্ণাঙ্গ উন্নয়নের সূত্রপাত ঘটে।
 
== বাণিজ্যিক এলাকা ==
[[তেলুগু চলচ্চিত্র|তেলুগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রির]] কেন্দ্রবিন্দু হলো জুবিলি হিলস। জুবিলি হিলসের একটি এলাকা ''ফিল্ম নগরে'' রামানাইডু ষ্টুডিওজ, পদ্মালয়া ষ্টুডিওজ, অন্নপূর্ণা ষ্টুডিওজ ইত্যাদি বহু জনপ্রিয় চলচ্চিত্র ষ্টুডিও অবস্থিত। বেশিরভাগ তেলুগু সিনেমার অভিনেতা, অভিনেত্রীদেরও ফিল্ম নাগারেই বসবাস।<br>
শুধু চলচ্চিত্রই নয়, রাজনৈতিক তাৎপর্যও বিশাল এই এলাকাটির। তেলঙ্গানা রাজ্যের শাসক দল [[তেলঙ্গানা রাষ্ট্র সমিতি|তেলঙ্গানা রাষ্ট্র সমিতির]] প্রধান কার্যালয় জুবিলি হিলসেই অবস্থিত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী [[চন্দ্রশেখর রাও]] জুবিলি হিলস অঞ্চলেই বাস করেন। [[অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪|রাজ্য বিভাজনের]] পূর্বে [[অন্ধ্র প্রদেশ|অন্ধ্র প্রদেশের]] মুখ্যমন্ত্রী, শ্রী [[চন্দ্রবাবু নাইডু|চন্দ্রবাবু নাইডুও]] সপরিবারে এখানেই থাকতেন।
 
===দেবস্থান===
৫৪ নং লাইন:
 
== পরিবহণ ব্যবস্থা ==
জুবিলি হিলস, টিএসআরটিসি-র বাসগুলি দ্বারা শহরের প্রায় অধিকাংশ প্রান্তগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। নিকটতম [[হায়দ্রাবাদ এমএমটিএস|এমএমটিএস ট্রেন স্টেশনটি]] হলো হাই টেক্ সিটি স্টেশন। [[হায়দ্রাবাদ মেট্রো|হায়দ্রাবাদ মেট্রোর]] নীল-লাইন জুবিলি হিলসকে মেট্রো ব্যবস্থায় সংযোগ করেছে।<ref>http://www.deccanchronicle.com/140808/nation-current-affairs/article/flyover-jubilee-hills-checkpost-hyderabad</ref> অদূর ভবিষ্যতে রোড নং ৩৬ ও ৩৭ এর পেছনদিকে অত্যাধুনিক ফ্লাই-ওভার নির্মাণের কাজও আরম্ভ হতে চলেছে, এতে ট্রাফিক সমস্যার সমাধান হবার সাথেসাথেই জুবিলি হিলসকে একটি পরিবহনপরিবহণ কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।
 
== লোটাস পন্ড ==
জুবিলি হিলসের একটি উল্লাস ও আরাম করার স্থান হলো ''লোটাস পন্ড''। এটি একটি বড়ো আকারের পুকুর, যা বেশ খানিকটা জায়গা জুড়ে অবস্থিত।
<gallery>
Image:View of Lotus Pond.JPG|লোটাস পন্ডের দৃশ্য