লুডু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মাঈনুল (আলোচনা | অবদান)
→‎নিয়মাবলী: সজ্জায়ন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
মাঈনুল (আলোচনা | অবদান)
আপডেট
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৯ নং লাইন:
 
== নিয়মাবলী ==
দুই/তিন/ চারজন প্্রতিযোগীর জন্যঃ
এই খেলায় প্রতিটি প্রতিযোগীর চারটা করে আলাদা রঙের গুটি থাকে, প্রতিটি খেলোয়াড় একটি নির্দিষ্ট রঙের ঘর দখল করে, একে স্টপেজ বলে, স্টপেজ এ গুটি খাওয়া যায় না। দান ছক্কা পড়লেই কেবল কোন প্রতিযোগীর খেলা শুরু হয়। যে প্রতিযোগী ডাই চেলে প্রথম ছক্কা ফেলতে পারে সে তার ঘর থেকে গুটি বের করে যাত্রা শুরু করতে পারে।
 
পরপর তিন ছক্কা পড়লে বাতিল, পুনরায় ডাই চালতে হয়।
এই খেলায় প্রতিটি প্রতিযোগীর চারটা করে আলাদা রঙের গুটি থাকে, প্রতিটি খেলোয়াড় একটি নির্দিষ্ট রঙের ঘর দখল করে, একে স্টপেজ বলে, মোট স্টপেজ চারটি, স্টপেজ এ কারো গুটি খাওয়া যায় না। প্রত্যেক প্রতিযোগী ক্লক ওয়াইস একবার করে ডাই গড়িয়ে মারতে পারেন। দান ছক্কা পড়লেই কেবল কোন প্রতিযোগীর খেলা শুরু হয়।হয়, তার আগে নয়। যে প্রতিযোগী ডাই চেলে প্রথম ছক্কা ফেলতে পারে সে তার ঘর থেকে প্রথম গুটি বের করে যাত্রা শুরু করতে পারে।
প্রতিটি প্রতিযোগীকে এভাবে ঘর থেকে বের হয়ে পুরো ছক অতিক্রম করে নিজের ঘরের/স্টপেজ এর দুইঘর আগে হোমে ফিরে এসে গুটি পাকাতে হয়। সবশেষে যার সবগুলো গুটি অন্যদের আগে পাকার ঘরে পৌছিয়ে আগে পাকে সে বিজয়ী হয়।
 
<nowiki>*</nowiki>পরপর তিন ছক্কা পড়লে দান বাতিল, পুনরায় ডাই চালতে হয়।
প্রতিটি প্রতিযোগীকে এভাবে ঘর থেকে গুটি বের হয়ে পুরো ছক অতিক্রম করে নিজের ঘরের/স্টপেজ এর দুইঘর আগে হোমেপাকানোর ফিরেপথে/ হোমে এসেনিয়ে গুটি পাকাতে হয়। সবশেষে যার সবগুলো গুটি অন্যদের আগে পাকার ঘরে পৌছিয়ে আগে পাকে সে বিজয়ী হয়। বাকীরা পর্যায়ক্রমে দ্বিতী, তৃতীয়হয়।
 
গুটি খাওয়ার নিয়মঃ
অন্যের গুটি খেতে হলে নিজের কমপক্ষে দুইটি গুটি বোর্ডে থাকতে হয়, অথবা সিঙেল গুটি দিয়ে খেতে চাইলে মারতি দানে ছয় ফেলে গুটি ওঠাতে হয়, তারপর সে গুটি দিয়ে বাকী দানগুলো দিতে হয়, সে দানেও কোন গুটি কাটা/খাওয়ার উপযোগী হলে আবার মারতি দানে ছয় ফেলে নতুন গুটি বোর্ডে নামাতে হবে, না নামাতে পারলে দ্বিতীয় গুটিটি কাটা বাতিল হয়ে যাবে। শুধু প্রথম গুটি কাটা বৈধ হবে।
যে গুটি দিয়ে খাওয়া হয়েছে ঐ চলতি দানে সো গুটি দিয়ে আর কোন চাল দেয়া যাবে না।
 
<nowiki>*</nowiki>কারো তিনটা গুটি পেকে গেলে সে অন্যের গুটি খাওয়ার/কাটার যোগ্যতা হারায়।
জোড় গুটি খেতে হলে বিপক্ষের প্রতিযোগীর জোড় গুটি দ্বারা খেতে হবে। জোড় গুটি শুধুমাত্র জোড় দানে চলবে। জোড় গুটি অন্য সকল প্রতিযোগীর গুটির জন্য স্টপেজ সমতুল্য।
 
<nowiki>*</nowiki>জোড় গুটি খেতে হলে বিপক্ষের প্রতিযোগীর জোড় গুটি দ্বারা খেতে হবে। জোড় গুটি শুধুমাত্র জোড় দানে চলবে। জোড় গুটি অন্য সকল প্রতিযোগীর গুটির জন্য স্টপেজ সমতুল্য।
জোড় গুটিকে বিপক্ষের সিঙেল গুটি ডিঙিয়ে যেতে পারবে না। আগে জোড়ের উপর উঠে তারপর যেতে হবে, অন্যথায় পিছনে আটকে থাকবে। কেবল একটি জোড় আরেকটি জোড়কে ডিঙিয়ে যেতে পারবে।
 
<nowiki>*</nowiki>জোড় গুটিকে বিপক্ষের কোন সিঙেল গুটি ডিঙিয়ে যেতে পারবে না। আগে জোড়ের উপর উঠেউঠতে হবে, তারপর যেতে হবে, অন্যথায় পিছনে আটকে থাকবে। কোন জোড় কোন ক্রমে বিজোড় অবস্থায়(তিনটি একসাথে) থাকলে অন্য যে কোন গুটি তখন ঐ জোড়কে অতিক্রম করে যেতে পারবে ৷ এছাড়া, কেবল একটি জোড় আরেকটি জোড়কে ডিঙিয়ে যেতে পারবে।
 
গুটি ব্যাক করা/ কাচা করাঃ
পাকানোর ঘরে আছে কিন্তু পাকে নাই এমন নিজের গুটি চাইলে কোন প্রতিযোগী যখন তখন কাচা করতে পারবে/ উল্টো ঘুরাতে পারবে। সে গুটিকে তখন পুরো ছক আবার ঘুরে এসে পাকতে হবে।
 
<nowiki>**</nowiki> অবশ্য দুইজন প্রতিযোগী প্রত্যেকে আটটি করে গুটি নিয়েও খেলতে পারেন।
 
<nowiki>**</nowiki> বিপরীত দিকের ঘরের দুইজন জুটি বেধেও খেলতে পারেন, সেক্ষেত্রে দুইজনের আলাদা ভাবে প্রথম গুটি বোর্ডে ওঠার পরেই কেবল একে অন্যের দান ব্যবহার করতে পারবেন। আবার, একজনের চারটা গুুুুটি পেকে গেলে আর তার দান পার্টনার ব্যবহার করতে পারবেন না।
 
 
== সাপ লুডু ==
'https://bn.wikipedia.org/wiki/লুডু' থেকে আনীত