গুজরাটি ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
রং-এর সম্পাদিত সংস্করণ হতে ZI Jony-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
২১৪ নং লাইন:
</ref> আধুনিক গুজরাটির মতোই এর তিনটি ব্যকরণগত [[লিঙ্গ (ব্যকরণ)|লিঙ্গ]] ছিল, এবং আনুমানিক ১৩০০ খ্রীষ্টাব্দে এই ভাষার প্রমিত রূপটি প্রকাশ পাওয়া শুরু করে।
প্রাচীন গুজরাটি নামে পরিচিতি থাকলেও কোন কোন বিশেষজ্ঞ এই ভাষাটিকে '''প্রাচীন পশ্চিম রাজস্থানি''' হিসাবে চিহ্নিত করতে পছন্দ এই যুক্তি দেখিয়ে যে সেই সময় গুজরাটি এবং রাজস্থানি স্বতন্ত্র ভাষা হিসাবে উদ্ভূত হয়নি।
এর একটা কারনকারণ হল তারা এটা বিশ্বাস করেন যে রাজস্থানি ভাষায় ক্লিব লিঙ্গ বিক্ষিপ্তভাবে প্রকাশ পায়, যা এই ভুল ধারনা থেকে জন্মেছে যে গুজরাটির -ঊ- [ũ] আর রাজস্থানি ভাষায় নাসিক্য ব্যঞ্জনধ্বনির পরে পুংলিঙ্গের বিভক্তি -ও- [o]-এর পরিবর্তিত রূপ -ঊ- [ũ] সমগোত্রীয়।<ref>
স্মিথ, জে. ডি. (২০০১) "Rajasthani." ''Facts about the world's languages: An encyclopedia of the world's major languages, past and present''। সম্পা: জেন গ্যারি, কার্ল রুবিনো: নিউ ইংল্যান্ড পাবলিশিং অ্যাসোসিয়েটস। পৃ: ৫৯১-৫৯৩।
</ref> [[সোলাঙ্কি বংশ|সোলাঙ্কি]] (চৌলুক্য বা গুজরাটি চালুক্য) বংশের রাজা [[জয়সিংহ সিদ্ধরাজ|জয়সিংহ সিদ্ধরাজের]] সময়কার জৈন সন্ন্যাসী এবং বিশিষ্ট পন্ডিত [[আচার্য্য হেমচন্দ্র]] এই ভাষার পূর্ববর্তী ভাষার ''প্রাকৃত ব্যকরণ'' নামে এক [[আচারিক ব্যকরণ|আচারিক ব্যকরণের]] বই লিখেছিলেন।<ref name="Kothari2014">