আলহামরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৬৫ নং লাইন:
মুল প্রবন্ধ: [[কোর্ট অব মার্টল]]
 
মার্থেল প্রাঙ্গন (কোর্ট অব মার্টল) কে ''কোর্ট অব দ্য ব্লেসিংস'', ''কোর্ট অব দ্য পন্ড'' ইত্যাদি বিভিন্ন নামেও উল্লেখ করা হয়। বর্তমান নামের কারনকারণ হচ্ছে পুরো উঠোন জুড়ে মার্টেল ঝোপের আধিক্য। আরব প্যালেসের বর্তমান প্রবেশ পথ হচ্ছে করিডোর সহ একটি ছোট দরজা এবং সংলগ্ন করিডোর যা পুকুর থেকে শুরু হয়ে মার্টেল কোর্টে গিয়ে সংযৃক্ত হয়েছে। পরিকল্পিত এ জলাধার প্যালেসের পরিবেশ ঠান্ডা রাখতে সহায়তা করে।৪২ মিটার লম্বা এবং ২২ মিটার প্রশস্ত এ উঠোনের ঠিক মধ্যখানে কৃত্রিম জলাধার। জলাধারে গোল্ড ফিশের বিচরন আর চতুর্দিকে পায়ে হাটা পথের পাশে মার্থেল ফুলেরা বেড়ে উঠেছে। উত্তর এবং দক্ষিণ পাশে গ্যালারী সদৃশ কক্ষের অবস্থান। দক্ষিণ গ্যালারী ৭ মিটার লম্বা মার্বেল পাতরে মোড়ানো পিলারের সাহায্যে ভারমুক্ত। এর নিচ দিয়েই সোজা ডানদিকে প্রধান প্রবেশ পথ এবং উপরে [[খিলান]] সমৃদ্ধ তিনটি জানালা এবং [[মিনার]] সদৃশ পিলার দেখা যায়। উঠোন থেকে কোমারেস টাওয়ারের দেয়াল দেখা যায়। <ref name=Smarth>{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ=Mirmobiny |প্রথমাংশ=Shadieh |শিরোনাম=The Alhambra |ইউআরএল=http://smarthistory.khanacademy.org/alhambra.html |প্রকাশক=[[Smarthistory]] at [[Khan Academy]] |সংগ্রহের-তারিখ=26 February 2013}}</ref>
 
==হল অব এ্যাম্বাসাডর==