সুরিনাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
InternetArchiveBot (আলোচনা | অবদান)
২টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
১৪২ নং লাইন:
ক্ষুদ্র জনসংখ্যা, দেশের অভ্যন্তরে পরিবহনের স্বল্পতা এবং ১৯৮০-র দশকের সামরিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা সুরিনামের অর্থনৈতিক উন্নয়নে বাধা দিয়েছে। বক্সাইট উত্তোলন এবং সেখান থেকে [[অ্যালুমিনা]] ও অ্যালুমিনিয়ামের নিষ্কাশন এখানকার আয়ের প্রধান উৎস এবং দেশটির প্রধান রপ্তানি দ্রব্য এই তিনটি পদার্থ। ফলে বিশ্ববাজারে এগুলির দামের উঠানামা সুরিনামের অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলে।
 
সুরিনামে [[সোনা]], [[লোহা]], [[ম্যাঙ্গানিজ]], [[তামা]] ও অন্যান্য খনিজের ভাণ্ডার থাকলেও এগুলি এখনও অব্যবহৃত। সম্প্রতি দেশটি [[পেট্রোলিয়াম]] <ref>{{en}} Rigzone [http://www.rigzone.com/news/article.asp?a_id=28224 ''Staatsolie Launches Tender for 3 Offshore Blocks '']</ref> ও স্বর্ণের <ref>{{en}} Cambior [http://www.cambior.com/2/archives/annual_report/2001/development.pdf ''Development of the Gross Rosebel Mine in Suriname''] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20070808034224/http://www.cambior.com/2/archives/annual_report/2001/development.pdf |তারিখ=৮ আগস্ট ২০০৭ }}</ref> মজুদের ব্যবহার শুরু করেছে। উত্তোলিত পেট্রোলিয়ামের বেশির ভাগই দেশটি নিজেই ব্যবহার করে। সুরিনামে প্রস্তুত অন্যান্য দ্রব্যের মধ্যে আছে বিভিন্ন খাদ্য ও পানীয়, তামাকজাত দ্রব্য, নির্মাণ সামগ্রী এবং বস্ত্র।
 
কৃষিকাজ মূলত উপকূলের সমভূমিতেই সীমাবদ্ধ। [[ধান]] সুরিনামের প্রধান শস্য। দেশের অর্ধেক ক্ষেত খামার ধান উৎপাদনে ব্যবহৃত হয়। এর আগে [[আখ]] প্রধানতম অর্থকরী ফসল ছিল, তবে বর্তমানে এর তেমন গুরুত্ব নেই। অন্যান্য ফসলের মধ্যে আছে [[কলা]], [[পাম তেল]], [[লেবু]]-জাতীয় গাছ। উপকূলে [[চিংড়ি|চিংড়ির]] খামার প্রসার লাভ করেছে এবং চিংড়ি দেশটির অন্যতম রপ্তানি দ্রব্য।