নেলসন ম্যান্ডেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ভূমিকা পুনর্লিখন
২৮ নং লাইন:
|website = {{url|www.nelsonmandela.org/}}
}}
'''নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা''' ({{IPA-xh|xoˈliːɬaɬa manˈdeːla|[[জোজা ভাষা|জোজা]] উচ্চারণ:}}; জন্ম:১৮ [[জুলাই ১৮]], ১৯১৮ - [[ডিসেম্বর ৫]], ২০১৩)<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.prothomalo.com/international/article/91759/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A6%A8_%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE_%E0%A6%86%E0%A6%B0_%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87|শিরোনাম=নেলসন ম্যান্ডেলা আর নেই|প্রকাশক=মতিউর রহমান|সংগ্রহের-তারিখ=ডিসেম্বর ০৬, ২০১৩}}</ref> ছিলেন [[দক্ষিণ আফ্রিকা|দক্ষিণ আফ্রিকার]] গণতান্ত্রিকভাবে[[আপার্টহাইট|বর্ণবাদ]]-বিরোধী নির্বাচিতআন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত [[রাষ্ট্রপতি]]। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিষ্টাব্দখ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্রপতির[[দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি]]র দায়িত্ব পালন করেন। তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান। আফ্রিকান [[জাতীয়তাবাদ]] ও [[সমাজতন্ত্র]]ের আদর্শের ধারক ম্যান্ডেলা ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
 
ম্যান্ডেলা ব্রিটিশ দক্ষিণ আফ্রিকার এমভেজোর এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি [[ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়]][[উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়েবিশ্ববিদ্যালয়]]ে আইন বিষয়ে পড়াশুনা করেন এবং জোহানেসবার্গে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি উপনিবেশ-বিরোধী কার্যক্রম ও আফ্রিকান জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িয়ে পড়েনপড়েন। এবংতিনি ১৯৪৩ সালে [[আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস|আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে]] যোগ দেন এবং ১৯৪৪ সালে ইয়ুথ লিগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসাবে বর্ণবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬২ খ্রিষ্টাব্দে তাকেসালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার তাকে গ্রেপ্তার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

ম্যান্ডেলা ২৭ বছর কারাবাস করেন। এর অধিকাংশ সময়ই তিনি ছিলেন [[রবেন দ্বীপ|রবেন]], পলসমুর কারাগার ও ভিক্টর ভার্স্টার কারাগারে। জাতীয় ও আন্তর্জাতিক চপের মুখে এবং বর্ণবাদী গৃহযুদ্ধের আতঙ্কে রাষ্ট্রপতি [[এফ. ডব্লিউ. ডি দ্বীপেক্লার্ক]] ১৯৯০ খ্রিষ্টাব্দেরখ্রিস্টাব্দের ১১১১ই ফেব্রুয়ারি তিনিতাকে কারামুক্ত হন।করার এরনির্দেশ পরদেন। তিনিকারামুক্তি তারলাভের দলেরপর হয়েতিনি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের সঙ্গে বর্ণবাদ নিপাতের প্রচেষ্টায় [[শান্তি]] আলোচনায় অংশ নেন। এর ফলশ্রুতিতে দক্ষিণ১৯৯৪ আফ্রিকায়খ্রিস্টাব্দে বর্ণবাদেরসব অবসানবর্ণের ঘটেমানুষের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ম্যান্ডেলা তার দল এএনসি'র হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সবজয়লাভ বর্ণেরকরে মানুষেররাষ্ট্রপতিত্ব অংশগ্রহণেগ্রহণ ১৯৯৪করেন। খ্রিষ্টাব্দেএর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে এবং [[গণতন্ত্র]] প্রতিষ্ঠিত হয়।
 
[[গণতন্ত্র]] ও সামাজিক ন্যায়ের প্রতীক হিসবে গণ্য ম্যান্ডেলা ২৫০টিরও অধিক [[পুরস্কার]] পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল [[ভারত সরকার]] প্রদত্ত ১৯৯০ খ্রিষ্টাব্দে [[ভারতরত্ন পুরস্কার]] ও ১৯৯৩ খ্রিষ্টাব্দে [[নোবেল শান্তি পুরস্কার]]।<ref name="nobel">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1993/mandela-bio.html|শিরোনাম=Nelson Mandela - Biography|কর্ম=Nobelprize.org|প্রকাশক=[[Nobel Prize|The Nobel Foundation]]|বছর=1993|সংগ্রহের-তারিখ=30 April 2009}}</ref> তাছাড়াও তিনি ১৯৮৮ সালে [[শাখারভ পুরস্কার|শাখারভ পুরস্কারের]] অভিষেক পুরস্কারটি যৌথভাবে অর্জন করেন। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা তার গোত্রের নিকট '''মাদিবা''' নামে পরিচিত, যার অর্থ হল "জাতির জনক"।