আনু মালিক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
কর্মজীবন
২৩ নং লাইন:
 
সঙ্গীত পরিচালক হিসেবে তিনি বিভিন্ন ধরনের চলচ্চিত্রের গানের সুর করেছেন, এবং হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত শিল্পে অসংখ্য জনপ্রিয় ও সফল গানের সুর করেছেন। মালিক তার গানে [[তবলা]] ব্যবহারের জন্য প্রসিদ্ধ। এমন কয়েকটি গান হল ''[[বাজীগর]]'' চলচ্চিত্রের "বাজীগর ও বাজীগর", ''[[রিফিউজি (২০০০-এর চলচ্চিত্র)|রিফিউজি]]'' চলচ্চিত্রের "তাল পে জব" ও "মেরে হামসফর", ''[[ম্যাঁয় হুঁ না]]'' চলচ্চিত্রের "তুমসে মিলকে দিলকা হ্যায় জো হাল", ও ''[[ইয়াদেঁ (২০০০-এর চলচ্চিত্র)|ইয়াদেঁ]]'' চলচ্চিত্রের "এলি রে এলি"।
 
মালিক ২০০৪ সালে শুরু হওয়া সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান [[ইন্ডিয়ান আইডল]]ের প্রথম মৌসুম থেকে ২০১৮ সাল পর্যন্ত বিচারকের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে যৌন কেলেঙ্কারি জন্য তিনি এই দায়িত্ব থেকে অব্যহতি নেন। ২০১৯ সালে তিনি পুনরায় এই অনুষ্ঠানে যোগ দেন, কিন্তু গণমাধ্যমের সমালোচনা কারণে তিন সপ্তাহ পর তাকে পুনরায় এই অনুষ্ঠান ত্যাগ করতে হয়।
 
==কর্মজীবন==
১৯৯৩ সালে মালিক [[মহেশ ভাট]]ের ''[[স্যার (১৯৯৩-এর চলচ্চিত্র)|স্যার]]'' ও ''[[ফির তেরি কাহানি ইয়াদ আয়ে]]'' চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন। এরপর তিনি ''[[বাজীগর]]'', ''ম্যাঁয় খিলাড়ি তু আনাড়ি'', ''[[আকেলে হাম আকেলে তুম]]'' চলচ্চিত্রে তার সুরারোপিত গানসমূহ জনপ্রিয়তা লাভ করে। ১৯৯৭ সালে ''[[বিরাসত (১৯৯৭-এর চলচ্চিত্র)|বিরাসত]]'', ''[[বর্ডার (১৯৯৭-এর চলচ্চিত্র)|বর্ডার]]'', ও ''[[ইশ্‌ক (১৯৯৭-এর চলচ্চিত্র)|ইশ্‌ক]]'' চলচ্চিত্রের গানসমূহ ব্যবসায়িকভাবে সফল হয়। তিনি ১৯৯৯ সালে ''জানম সমঝা করো'' ও ''[[বাদশা]]'' চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন।
 
২০০০ সালে মালিক ''[[জোশ]]'', ''[[রিফিউজি (২০০০-এর চলচ্চিত্র)|রিফিউজি]]'', ''[[হর দিল জো প্যায়ার করেগা]]'' ও ''[[ফিজা]]'' চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। ২০০১ সালে তিনি ''মুঝে কুছ কেহনা হ্যায়'', ''অক্ষ'', ''অজনবি'', ''ইয়াদেঁ'' ও ''অশোক'' চলচ্চিত্রের গানের সুর করেন। ২০০৪ সালে তিনি ''[[ম্যাঁয় হুঁ না]]'', ''ফিদা'' ও ''[[মার্ডার (২০০৪-এর চলচ্চিত্র)|মার্ডার]]'' চলচ্চিত্রের গানের সুর করেন।
 
২০১০-এর দশকে তিনি ''কমবখত ইশ্‌ক'', ''শুটআউট অ্যাট ওয়াডালা'', ''যমলা পাগলা দিওয়ানা'' ও ''[[দম লগা কে হইশা]]'' চলচ্চিত্রের গানে সুরারোপ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=ঘোষ |প্রথমাংশ1=সংখ্যায়ন |শিরোনাম=Anu Malik on making a comeback with ‘Dum Laga Ke Haisha’ and surviving a decade without work |ইউআরএল=https://indianexpress.com/article/entertainment/play/now-playing-again/ |সংগ্রহের-তারিখ=২৩ এপ্রিল ২০২০ |কর্ম=[[দি ইন্ডিয়ান এক্সপ্রেস]] |তারিখ=২০ ফেব্রুয়ারি ২০১৫ |ভাষা=en-US}}</ref>
 
==তথ্যসূত্র==