ভারতীয় জাতীয় বর্ষপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
অগস্ট-->আগস্ট
Sumangal (আলোচনা | অবদান)
৩৩ নং লাইন:
== ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দ ==
 
[[১৯৫০]] খ্রিস্টাব্দে স্বাধীন [[ভারত]] একটি গণপ্রজাতান্ত্রিক যুক্তরাষ্ট্রে রূপান্তরিত হবার পরে [[ভারত সরকার|ভারতের কেন্দ্রীয় সরকার]] একটি জাতীয় অব্দ প্রচলনের প্রয়োজনীয়তা অনুভব করে। এর ফলে [[১৯৫৭]] খ্রিস্টাব্দে(১৯৭৯ শকাব্দ) [[ভারত সরকার]] বিজ্ঞানী [[মেঘনাদ সাহা|মেঘনাদ সাহার]] নেতৃত্বে একটি “পঞ্জিকা সংস্কার কমিটি” গঠন করেন। এই কমিটি শকাব্দ সহ ভারতে প্রচলিত অন্যান্য বর্ষপঞ্জিসমূহের সংস্কারসাধনে ব্যাপৃত হয়। উক্ত কমিটি শকাব্দকে সর্বসাধারণের ব্যবহারোপযোগী করে তোলার জন্য এবং আন্তর্জাতিক স্তরে প্রচলিত গ্রেগোরিয়ান বর্ষপঞ্জির সঙ্গে সমন্বয় রেখে চলার জন্য এই অব্দকে সরলীকৃত করতে উদ্যোগী হয়। “[[সূর্যসিদ্ধান্ত|সূর্যসিদ্ধান্তে]]” উল্লিখিত জটিল বর্ষগণনারীতি পরিহার করে “পঞ্জিকা সংস্কার কমিটি” শকাব্দের বারো মাসের দৈর্ঘ্য স্থির করে দেয় এবং [[অধিবর্ষ|অধিবর্ষে]] চৈত্র মাসে একটি অতিরিক্ত দিন যোগ করার সিদ্ধান্তে উপনীত হয়। এর ফলে শকাব্দ একটি বিজ্ঞানসম্মত এবং ঋতুনিষ্ঠ অব্দে পরিণত হল। এই কমিটির ঘোষণা অনুসারে প্রত্যেক বছর গ্রেগোরিয়ান অব্দের [[২২ মার্চ]] তারিখে আরম্ভ হবে শকাব্দ এবং সেই দিনটি হবে শকাব্দানুসারে ১ চৈত্র। কেবল [[অধিবর্ষ|অধিবর্ষে]] বর্ষারম্ভ হবে [[২১ মার্চ]]। এই সংশোধিত অব্দে বর্ষগণনার বিধি অনুসারে শকাব্দ থেকে ২(দুই) বিয়োগ করে তাকে ৪(চার) দ্বারা ভাগ করে যদি ভাগশেষ থাকে ০(শূন্য) তাহলে সেই বছর [[অধিবর্ষ]] হয়। উক্ত কমিটির সিদ্ধান্তানুসারে শকাব্দের বারো মাসের দিনসংখ্যা হল এইরূপ:
{| class="wikitable"
|-