পশুপালনবিদ্যা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jubair1985 (আলোচনা | অবদান)
"Animal husbandry" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
(কোনও পার্থক্য নেই)

১২:২৯, ১৯ এপ্রিল ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

মাংস, ফাইবার, দুধ, ডিম, চামড়া এবং অন্যান্য প্রাণীজ পণ্যের জন্য উত্থাপিত প্রাণীদের সাথে সম্পর্কিত কৃষির একটি শাখা পশুপালন বিদ্যা। এর মধ্যে রয়েছে প্রাণির প্রতিদিনের যত্ন, নির্বাচনী প্রজনন এবং গবাদি পশু পালন ।

প্রাচীন মিশরের মতো প্রাথমিক সভ্যতার সময়, গবাদি পশু, ভেড়া, ছাগল এবং শূকর খামারে লালন পালন করা হত।

বর্তমানে মূরগী, টার্কি মূরগী, গয়াল, ভেড়া, দুম্বা, উট ইত্যাদিও লালন পালন করা হয়।

বাংলাদেশের প্রতিটি কৃষি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ানো হয়।

প্রতিপালন

প্রাণিসম্পদ হিসাবে ব্যবহৃত প্রাণীগুলি প্রধানত নিরামিষভোজী, ব্যতিক্রম হচ্ছ শূকর যা সর্বভূক। সাধারণত বিভিন্ন প্রাজাতির ঘাস ও পাতা দেয়া হয় খাবার হিসাবে। এছাড়াও দেয়া হয় বিভিন্ন শস্যদানা।