৫০,১৫৮টি
সম্পাদনা
অ (বানান সংশোধন) |
|||
[[চিত্র:Coulomb.jpg|thumb|right|250px|শার্ল ওগ্যুস্তাঁ দ্য কুলোঁ-র প্রতিকৃতি]]
'''শার্ল ওগ্যুস্তাঁ দ্য কুলোঁ'''<ref>এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে [[উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ]]-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে। ফরাসি নামটির ইংরেজিকৃত রূপের বাংলা প্রতিবর্ণীকরণ চার্লস অগাস্টিন ডি কুলম্ব, ইত্যাদি হতে পারে।</ref> ({{lang-fr|Charles Augustin de Coulomb}}) ([[জুন ১৪]], [[১৭৩৬]]- [[আগস্ট ২৩]], ১৮০৬) একজন [[ফ্রান্স|ফরাসি]] পদার্থ বিজ্ঞানী ছিলেন। ১৭৩৬ সালের জুন ১৪ তারিখে [[ফ্রান্স|ফ্রান্সের]] অঙ্গুলেমে তার জন্ম। তিনি সামরিক প্রকৌশলীর পেশা বেছে নিয়েছিলেন কিন্তু শারীরিক আঘাতের
[[১৭৮১]] সালে তাকে [[প্যারিস|প্যারিসে]] স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয় কিন্তু [[১৭৮৯]] সালে ফরাসি বিপ্লবের প্রারম্ভে তিনি “এটেন্ডেন্ট অফ ওয়াটার এন্ড ফাউন্টেইন্স” এর পদ থেকে পদত্যাগ করে এবং ব্লয় এ একটি ক্ষুদ্র এস্টেটে অবসর জীবন যাপন করতে থাকেন। বিদ্রোহী সরকারের জারিকৃত ফরমান অনুযায়ী ওজন ও মাপ এর নতুন মানদন্ড তৈরির কাজে অংশগ্রহণ করার জন্য তাকে আবার প্যারিসে ডেকে পাঠান হয়। তিনি ছিলেন ন্যাশনাল ইন্সটিটিউটের প্রথম সদস্যদের একজন। ১৮০২ সালে তাকে “ইন্সপেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন” হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু ততদিনে তার স্বাস্থ্য অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। চার বছর পর [[প্যারিস|প্যারিসে]] তিনি মৃত্যুবরন করেন।
|