ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক অন্তর্ভূক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস - অনুচ্ছদ সৃষ্টি!
৪৬ নং লাইন:
}}
 
'''ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল''' ({{lang-en|Western Australia cricket team}}) অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী রাজ্য দল। দলটি [[Cricket in Australia|ঘরোয়া]] প্রথম-শ্রেণীর ক্রিকেটে '''ওয়েস্টার্ন ওয়ারিয়র্স''' ডাকনামে পরিচিত। [[Western Australian Cricket Association|ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা)]] কর্তৃক দলের সদস্য মনোনয়নসহ নিয়ন্ত্রিত হয়ে আসছে। পার্থের [[ওয়াকা গ্রাউন্ড]] ও [[পার্থ স্টেডিয়াম|পার্থ স্টেডিয়ামে]] দলটি নিজেদের খেলাগুলো আয়োজন করে থাকে। দলটি মূলতঃ [[প্রথম-শ্রেণীর ক্রিকেট]] প্রতিযোগিতা [[শেফিল্ড শিল্ড|শেফিল্ড শিল্ডে]] অস্ট্রেলিয়ার অন্য রাজ্য দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে ও [[লিস্ট এ ক্রিকেট|সীমিত ওভারের ক্রিকেট]] প্রতিযোগিতা [[Australian domestic limited-overs cricket tournament|জেএলটি ওয়ান-ডে কাপে]] অংশ নেয়। তবে, মাঝেমধ্যেইমাঝে-মধ্যেই সফররত [[আন্তর্জাতিক ক্রিকেট]] দলগুলোর বিপক্ষে খেলে থাকে।
 
[[টুয়েন্টি২০]] পর্যায়ের খেলায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দল পূর্বে অংশগ্রহণ করতো। তবে, [[2011–12 Big Bash League|২০১১-১২]] মৌসুমে [[বিগ ব্যাশ লীগ|বিগ ব্যাশ লীগে]] [[পার্থ স্কর্চার্স]] দল তাদের স্থলাভিষিক্ত হন। [[মিচেল মার্শ]] ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বর্তমান [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]] ও [[Adam Voges|এডাম ভোজেস]] বর্তমানে [[কোচ (ক্রীড়া)|কোচের]] দায়িত্ব পালন করছেন।
 
== ইতিহাস ==
১৮৯২-৯৩ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দল প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাদের প্রথম খেলায় অংশ নেয়। সফররত ইস্টার্ন স্টেটসের বিপক্ষে দুইটি খেলায় অংশগ্রহণের পর [[অ্যাডিলেড ওভাল|অ্যাডিলেড ওভালে]] [[সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট দল|সাউথ অস্ট্রেলিয়ার]] বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়।<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/3/3915.html South Australia v Western Australia], 27, 28 March 1893, at the [[Adelaide Oval]] – CricketArchive. Published 18 July 2011.</ref> এরপর, [[মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড|এমসিসিজিতে]] ১ এপ্রিল, ১৮৯৩ তারিখে [[ভিক্টোরিয়া ক্রিকেট দল|ভিক্টোরিয়ার]] বিপক্ষে খেলে।<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/3/3917.html Victoria v Western Australia], 1, 3, 4 April 1893, at the [[MCG]] – CricketArchive. Published 18 July 2011.</ref> তখন ঐ দলে হার্বার্ট অর<!-- Herbert Orr --> অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
 
== তথ্যসূত্র ==