টেলিভিশন মালদ্বীপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:মালদ্বীপের মিডিয়া যোগ
Galib Tufan (আলোচনা | অবদান)
সংশোধন
১৭ নং লাইন:
|cable chan 2= চ্যানেল ১০৩
|iptv serv 1=ধীরাগু টিভি|iptv chan 1=চ্যানেল ১|cable serv 3=|cable chan 3=}}
'''টেলিভিশন মালদ্বীপ''' [[মালদ্বীপ]] এর সরকারি টেলিভিশন চ্যানেল। এটি [[২৯শে মার্চ]], [[১৯৭৮]] এ প্রতিষ্ঠিত হয়।
==ইতিহাস==
[[২০০৯]] সালে টেলিভিশন মালদ্বীপ (টিভিএম) এর ব্যবস্থাপনা পর্ষদ এবং মালদ্বীপের জাতীয় বেতার, ধীভেহীরাজ্যেগে আদু ([[ভয়েস অব মালদ্বীপ]]) নতুন গঠিত মালদ্বীপ ন্যাশনাল ব্রডক্যাস্টিং কর্পোরেশন (এমএনবিসি) এর অধীনস্থ হয়। এরপর ২০১০-এ ''টিভিএম এমএনবিসি ওয়ান'' নামে ও ''ধীভেহীরাজ্যেগে আদু রায্যে রেডিও'' নামে আত্মপ্রকাশ করে।
[[মালদ্বীপ ন্যাশনাল ব্রডক্যাস্টিং কর্পোরেশন]] (এমএনবিসি) সম্প্রতি টেলিভিশন মালদ্বীপ এর নতুন নাম ''এমএনবিসি ওয়ান'' এ পরিবর্তন করে। এ পরিবর্তন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি ভয়েস অব মালদ্বীপ (ভিওএম) এর নামও পরিবর্তন করে "''রায্যে রেডিও''" করে। মালদ্বীপ ব্রডক্যাস্টিং কর্পোরেশন আইন এর অধীনে মালদ্বীপ ব্রডক্যাস্টিং কর্পোরেশন তৈরি হবার কিছুদিনের মধ্যেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এ আইন অনুযায়ী নীতি বহির্ভূতভাবে সরকারি গণমাধ্যমগুলো কর্তৃক ব্যবহৃত সকল সম্পদ, জনশক্তি ও ভূমি এ প্রতিষ্ঠানের অধীনে চলে যাবে। মালদ্বীপ ব্রডক্যাস্টিং কর্পোরেশন (এমবিসি) অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে আদালতে টেলিভিশন মালদ্বীপ (টিভিএম) ও ভয়েস অব মালদ্বীপ (ভিওএম) এর সম্পদ, জনশক্তি ও ভূমি উদ্ধারের জন্য মামলা করে এবং এর পরপরই এমএনবিসি ওয়ান ও রায্যে রেডিওআত্মপ্রকাশ করে।