সবল নিউক্লিয় বল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
সংশোধন ও পরিষ্কারকরণ
১ নং লাইন:
'''সবল নিউক্লিয়ারনিউক্লিয় বল''' ([[:en:strong interaction|strong interaction]]),হলো [[পদার্থবিজ্ঞান|পদার্থবিজ্ঞানের]] একটি ঘটনা। সবল মিথস্ক্রিয়া হলো মৌলিক কণিকাসমূহের মধ্যে ক্রিয়াশীল ৪ প্রকারের মিথষ্ক্রিয়ারবলের ([[মহাকর্ষ]], [[তাড়িতচৌম্বক বল|তাড়িৎ-চৌম্বক]], সবল এবং [[দুর্বল মিথষ্ক্রিয়া|দুর্বল]]) মধ্যে সবচেয়ে শক্তিশালী।শক্তিশালী বল। পরমাণুর কেন্দ্রীনের মধ্যে [[প্রোটন]] ও [[নিউট্রন|নিউট্রনকে]] একত্রে ধরে রাখার জন্যে যেসব কেন্দ্রীন বল দায়ী তারা আসলে কণিকাগুলির নিজেদের মধ্যে সংঘটিত সবল মিথষ্ক্রিয়া থেকে উৎপন্ন হয়। সবল মিথষ্ক্রিয়া শুধু ''[[হ্যাড্রন|হ্যাড্রনকে]]'' প্রভাবিত করে, ''[[লেপটন]]'' এবং ''[[ফোটন|ফোটনের]]'' উপর এর কোনো প্রভাব নাই।
 
পদার্থ বিজ্ঞানী [[জেমস বিয়কর্ন]] এবং [[রিচার্ড পি ফাইম্যান]] অতি [[পারমাণবিক কণার]] ব্যাখ্যা দিতে গিয়ে প্রথম [[গ্লুয়ন]] নামক একটি কণার উল্লেখ করেছেন। এই ব্যাখ্যায় বলা হয়- অতি পারমাণবিক স্তরে [[কোয়ার্ক]]কণাগুলো একা থাকতে পারে না। কারণ এদের ভিতরে [[গ্লুয়ন]] নামক অপর এক ধরনের কণা কোয়ার্ক কণাগুলোকে যুক্ত করে। যে শক্তির দ্বারা [[কোয়ার্ক]]গুলোর ভিতরে [[গ্লুয়ন]] আব্দ্ধ করে, সেই শক্তিকেই বলা হয় সবল নিউক্লিয়ার বল। এর আকর্ষণ ক্ষমতা বজায় থাকে 1 ফেমটোমিটারের(10^-15) ভিতরে।
 
===পরমাণুতে নিউক্লিয়ার সবল নিউক্লিয় বলের প্রভাব===
শুধুমাত্র [[হাইড্রোজেন]] ব্যতিত সকল পরমাণুর [[নিউক্লিয়াসে]] একাধিক [[প্রোটন]] রয়েছে। ধনাত্মক চার্জযুক্ত [[প্রোটন]]গুলো একে অপরকে [[বিকর্ষণ]] করে। তবুও এরা [[নিউক্লিয়াসের]] ভিতর কিভাবে সহাবস্থান করছে ! [[নিউক্লিয়াসের]] ভিতর এই [[বিকর্ষণ]] বলের চেয়েও শক্তিশালী আরেকটি বল কাজ করে এর নাম [[নিউক্লিওনিউক্লিয় সবলবল, বল]]।যেটি [[গ্লুয়ন]] নামক [[কণা]] এই বল বহন করে। [[প্রোটন]]গুলো এই আকর্ষণ বলয়ে নিউক্লিয়াসে আবদ্ধ থাকে। আবার প্রোটন গঠিত [[কোয়ার্ক]] নিয়ে। এই [[কোয়ার্ক]]গুলো একসাথে নিউক্লিয় সবল নিউক্লিয় বলের মাধ্যমে আবদ্ধ হয়ে [[প্রোটন]] গঠন করে।
 
 
===নিউক্লিয়ার সবল নিউক্লিয় বল না থাকলে কি হত?===
[[নিউক্লিয়ার সবল নিউক্লিয় বল]] না থাকলে পরমাণুর [[নিউক্লিয়াস]] গঠিত হত না, এমনকি [[প্রোটন]]ও গঠিত হত না। কোন [[পরমানু]]ই গঠিত হত না। এই [[মহাবিশ্বে]]র দৃশ্যমান যা কিছু আছে- [[মানুষ]], [[পাহাড়]], [[নদী]], [[গ্রহ]] , [[নক্ষত্র]] কোন কিছুই থাকতো না। শুধু থাকতো [[কোয়ার্ক]]গুলো। অসহায়ের মত তারা ঘুরে ফিরত এই মহাবিশ্বে।
 
== তথ্যসূত্র==