বড় কাটরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md Arif bd (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৩ নং লাইন:
'''বড় কাটরা''' [[ঢাকা|ঢাকায়]] [[চকবাজার]]ের দক্ষিণে অবস্থিত [[মুঘল সাম্রাজ্য|মুঘল]] আমলের একটি [[সরাইখানা]]।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.lonelyplanet.com/bangladesh/dhaka/attractions/bara-katra/a/poi-sig/1431662/355783|শিরোনাম=Bara Katra {{!}} Dhaka, Bangladesh Attractions|ওয়েবসাইট=www.lonelyplanet.com|ভাষা=en|সংগ্রহের-তারিখ=2019-11-23}}</ref><ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC_%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%BE,_%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE|শিরোনাম=বড় কাটরা, ঢাকা|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=|ওয়েবসাইট=বাংলাপিডিয়া|আর্কাইভের-ইউআরএল=|আর্কাইভের-তারিখ=|সংগ্রহের-তারিখ=2019-11-22}}</ref> [[শাহজাহান|সম্রাট শাহজাহানের]] পুত্র [[শাহ সুজা|শাহ সুজার]] নির্দেশে ১৬৪৪ থেকে ১৬৪৬ খ্রিস্টাব্দে [[দিওয়ানি|দিওয়ান]] (প্রধান রাজস্ব কর্মকর্তা) [[মীর আবুল কাসিম]] দ্বারা [[বুড়িগঙ্গা নদী|বুড়িগঙ্গা নদীর]] তীরে এই ইমারতটি নির্মাণ করা হয়<ref name=shamsur.rahman.smriti>[[শামসুর রাহমান]], "স্মৃতির শহর", ফেব্রুয়ারি ২০০০ জাতীয় গ্রন্থ প্রকাশন, পৃষ্ঠা:৫৩, {{ISBN|984–560093}}।</ref><ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://www.worldcat.org/oclc/11631329|শিরোনাম=The Islamic heritage of Bengal|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=1984|বছর=|ধারাবাহিক=Protection of the Cultural Heritage: Research Papers|প্রকাশক=Unesco|অবস্থান=Paris|পাতাসমূহ=৫৫|অন্যান্য=Michell, George., Unesco.|আইএসবিএন=92-3-102174-5|oclc=11631329|খণ্ড=খন্ড ১}}</ref>। তিনি মীর-ই-ইমারত নামে পরিচিত ছিলেন। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি [[সরাইখানা|মুসাফিরখানা]] হিসাবে ব্যবহৃত হয়।
 
এক সময় স্থাপত্য সৌন্দর্যের কারনেকারণে বড় কাটরার সুনাম থাকলেও বর্তমানে এর ফটকটি ভগ্নাবশেষ হিসাবে দাঁড়িয়ে আছে। এক সময় বড় কাটরার তোরণে ফার্সি ভাষায় শাদুদ্দিন মুহম্মদ সিরাজী লিখিত একটি পাথরের ফলক লাগানো ছিল। যেখানে এই মুসাফির খানার নির্মাতা ও এর রক্ষনাবেক্ষনের ব্যয় নির্বাহের উপায় সম্পর্কে জানা যায়। ফলকে লেখা ছিল:<ref name=shamsur.rahman.smriti />
{{cquote|সুলতান শাহ্‌ সুজা সব সময় দান-খয়রাতে মশগুল থাকিতেন। তাই খোদার করুণালাভের আশায় আবুল কাসেম তুব্বা হোসায়নি সৌভাগ্যসূচক এই দালানটি নির্মাণ করিলেন। ইহার সঙ্গে ২২টি দোকানঘর যুক্ত হইল- যাহাতে এইগুলির আয়ে ইহার মেরামতকার্য চলিতে পারে এবং ইহাতে মুসাফিরদের বিনামূল্যে থাকার ব্যবস্থা হইতে পারে। এই বিধি কখনো বাতিল করা যাইবে না। বাতিল করিলে অপ্রাধী শেষ বিচার দিনে শাস্তি লাভ করিবে। শাদুদ্দিন মুহম্মদ সিরাজি কর্তৃক এই ফলকটি লিখিত হইল।}}