ফিফা ০৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
২৩ নং লাইন:
|picture format =
}}
'''''ফিফা ০৮''''' [[ইলেকট্রনিক আর্টস|ইলেকট্রনিক আর্টসের]] [[ফিফা সিরিজ|ফিফা সিরিজের]] একটি [[ফুটবল (সকার)|ফুটবল]] গেমস। গেমসটি প্রস্তুত করেছে [[ইএ কানাডা]] এবং বিশ্বব্যাপী [[ইএ স্পোর্টস]] লেবেলের অধীনে বাজারে ছাড়া হয়েছে। ২০০৭ সালের [[সেপ্টেম্বর]] মাসে [[ইউরোপ]] ও [[অস্ট্রেলিয়া]] অঞ্চলে এবং ২০০৭ সালের [[অক্টোবর|অক্টোবরে]] উত্তর আমেরিকায় জনপ্রিয় সকল গেম কনসোলের জন্য এটি প্রকাশ করা হয়। এর মধ্যে [[প্লেস্টেশন ৩]] ও [[এক্সবক্স ৩৬০]] সংস্করনে উন্নততর [[গেম ইঞ্জিন]] ব্যবহার করা হয়েছে। ফলে এই সংস্করনের গ্রাফিক্সের মান অনেক উন্নত এবং এতে অনেক ধারাভাষ্যকার যুক্ত করা হয়েছে। ইএ এই সংস্করণের নাম দিয়েছে ''পরবর্তী-প্রজন্ম''। কম্পিউটারসহ অন্যান্য সংস্করণে পুরানো গেম ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। [[নিনটেন্ডো ডিএস]] সংস্করণে জায়গা সঙ্কটের কারনেকারণে অপেক্ষাকৃত কম দল, স্টেডিয়াম, মোড ও পোশাক দেয়া হয়েছে।
 
পরবর্তী প্রজন্মের গেম ইঞ্জিনে ধারাভাষ্য দিয়েছেন স্কাই স্পোর্টসের [[মার্টিন টেইলর]] এবং [[অ্যান্ডি গ্রে]]। তবে বর্তমান প্রজন্মের গেম কনসোলে [[ক্লাইভ টাইল্ডেসলি]] গ্রেকে সঙ্গ দিয়েছেন।