ডায়নামো তত্ত্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৩৫ নং লাইন:
ডায়নামো তত্ত্ব গতিবিদ্যায় গতিশীল চলকের পরিবর্তে এর গতিবেগের ক্ষেত্র নির্ধারন করা হয়। এই পদ্ধতিটি সম্পূর্ণ অরৈখিক বিশৃঙ্খল ডায়নামোর সময়ের সাথে পরিবর্তনশীল আচরণ দেখাতে পারে না তবে চৌম্বকীয় ক্ষেত্রের শক্তিমত্তা কিভাবে তার প্রবাহের কাঠামো এবং গতির সাথে পরিবর্তিত হয় তা বুঝতে সহায়তা করে।
 
[[ম্যাক্সওয়েলের সমীকরণসমূহ|ম্যাক্সওয়েলের সমীকরণ]] ব্যাবহার করে একইসাথে [[ও‍’মের সূত্র|ওহমের সূত্র]]<nowiki/>কে কার্ল করে যদি চৌম্বকীয় ক্ষেত্রটি বেগের ক্ষেত্র থেকে স্বাধীন বলে ধরে নেই, তবে চৌম্বকীয় ক্ষেত্র ('''B''') এর জন্য রৈখিক আইগেনভ্যালু সমীকরণ বের করা যায়। এর মাধ্যমে একটি জটিল ''[[চৌম্বকীয় রেনল্ড রাশি]]'' পাওয়া যায়, যার উপরে মান হলে চৌম্বকক্ষেত্রটি বিকশিত হতে পারে এবং যার নীচেনিচে মান হলে তা ক্ষয় হয়ে যায়।
 
ডায়নামো তত্ত্ব গতিবিদ্যার সবচেয়ে কার্যকর বৈশিষ্ট্য হলো, এটি একটি বেগ ক্ষেত্র কিনা, ডায়নামো ক্রিয়ায় সক্ষম কিনা তা পরীক্ষা করতে ব্যবহার করা যেতে পারে। একটি ছোট চৌম্বকীয় ক্ষেত্রে একটি নির্দিষ্ট বেগের ক্ষেত্র প্রয়োগ করা হলে প্রয়োগকৃত বেগের সাপেক্ষে চৌম্বকক্ষেত্রটি বৃদ্ধি পায় কিনা তা পর্যবেক্ষণ করে দেখা যায়। যদি চৌম্বকীয় ক্ষেত্রটি বৃদ্ধি পায় তবে সিস্টেমটি হয় ডায়নামো, অথবা ডায়নামো ক্রিয়ায় সক্ষম। আর যদি চৌম্বকক্ষেত্রটি বৃদ্ধি না পায় তবে কেবল এটা বোঝা যায় যে, এটি ডায়নামো নয়।
৪৮ নং লাইন:
গতিবিদ্যায় আসন্ন মানগুলো অকার্যকর হয়ে যায়, যখন চৌম্বক ক্ষেত্র তরল গতিকে প্রভাবিত করার মতো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠে। সেক্ষেত্রে বেগের ক্ষেত্রটি লরেন্জ বল দ্বারা প্রভাবিত হয় অতএব আবেশের সমীকরণটি চৌম্বকীয় ক্ষেত্রে আর রৈখিক হয় না। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই ডায়নামোটির বিস্তার হ্রাস পায়। এই জাতীয় ডায়নামোগুলকে অন্বক সময় ''হাইড্রোম্যাগনেটিক'' বা ''জলচৌম্বকীয় ডায়নামো'' ও বলা হয়।<ref>{{সাময়িকী উদ্ধৃতি|শেষাংশ১=Parker|প্রথমাংশ১=Eugene N.|শিরোনাম=Hydromagnetic Dynamo Models|সাময়িকী=The Astrophysical Journal|তারিখ=September 1955|খণ্ড=122|পাতাসমূহ=293&ndash;314|ডিওআই=10.1086/146087|বিবকোড=1955ApJ...122..293P}}</ref> কার্যতঃ জ্যোতিঃপদার্থবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যার সকল ডায়নামোই হাইড্রোম্যাগনেটিক ডায়নামো।
 
এই তত্ত্বের প্রধান ধারণা হলো, কোন কিছুর বহিরাবরণীতে যত ছোট চৌম্বকীয় ক্ষেত্রই থাকুক না কেন, তা লরেঞ্জ বলের প্রভাবে চলমান তরলে এক প্রকার তড়িৎপ্রবাহ তৈরি করে। [[এম্পিয়ারের সূত্র|এম্পিয়ারের সূত্রা]]<nowiki/>নুযায়ী এই প্রবাহটি আবার একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তরল গতির কারনেকারণে এই প্রবাহ এমনভাবে বাহিত হয়, যাতে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী হয়ে ওঠে (যতক্ষন পর্যন্ত <math>\mathbf{u}\cdot(\mathbf{J} \times \mathbf{B})</math>ঋণাত্মক থাকে<ref name="Kono20022">{{সাময়িকী উদ্ধৃতি|শেষাংশ=Kono|প্রথমাংশ=Masaru|প্রথমাংশ২=Paul H.|শেষাংশ২=Roberts|শিরোনাম=Recent geodynamo simulations and observations of the geomagnetic field|সাময়িকী=[[Reviews of Geophysics]]|বছর=2002|খণ্ড=40|সংখ্যা নং=4|পাতাসমূহ=1–53|ডিওআই=10.1029/2000RG000102|বিবকোড=2002RvGeo..40.1013K|সূত্র=harv}}</ref>)। এভাবেই একটি চৌম্বক ক্ষেত্রের "বীজ" বড় হতে থাকে, যতক্ষণ পর্যন্ত তা অচৌম্বকীয় বলের সমান হয়।
 
সম্পূর্ণ অরৈখিক ডায়নামোগুলো সিমুলেশন করতে সংখ্যাসূচক মডেল ব্যবহার করা হয়। নিম্নলিখিত সমীকরণগুলি ব্যবহৃত হয়ঃ
৯০ নং লাইন:
উপরোল্লোখিত গতিশক্তি থেকে চৌম্বক শক্তির রুপান্তর হারের সমীকরণটি <math>\mathbf{u}</math> গতি সম্পন্ন বহিরাবরণীর বল <math>\mathbf{J} \times \mathbf{B}</math>এর দ্বারা কৃত কাজের সমতুল্য। এই কাজটি হলো প্রকৃতপক্ষে তরলের উপর অচৌম্বকীয় বলের ফল।
 
অবশ্যই [[মহাকর্ষীয় বল]] এবং [[কেন্দ্রাতীগ বল]] দুটি [[সংরক্ষণশীল]], ফলে আবদ্ধ আবর্তনের ক্ষেত্রে চলমান তরলের ওপর সামগ্রীকভাবে এদের কোন প্রভাব নেই। একম্যান সংখ্যা(উপরে উল্লেখিত) এটি হলো অবশিষ্ট দুটি বল সান্দ্রতা এবং করিওলিস বলের ভগ্নাংশ যা পৃথিবীর বহিরাংশে অত্যন্ত দূর্বল, কারন তরলের কারনেকারণে এর সান্দ্রতা খুবই কম (1.2-1.5 x10<sup>−2</sup> প্যাস্কেল সেকেন্ড [[:en:Pascal-second|ps]] <ref name="Wijs1998">[https://pdfs.semanticscholar.org/8072/57a2b0ecc863b2f7ae143b9f54ae4b6d10cd.pdf de Wijs, G. A., Kresse, G., Vočadlo, L., Dobson, D., Alfe, D., Gillan, M. J., & Price, G. D. (1998). The viscosity of liquid iron at the physical conditions of the Earth's core. Nature, 392(6678), 805.]</ref>)
 
সুতরাং গড় সময়ে কেবল করিওলিস বলটি ক্রিয়াশীল থাকে, যার মান হলো <math>-2\rho\,\mathbf{\Omega} \times \mathbf{u}</math>, এটি এবং <math>\mathbf{J} \times \mathbf{B}</math>বল সাধারণভাবে নয়, কেবল মাত্র পরোক্ষভাবে সম্পর্কযুক্ত(অর্থাৎ তারা একে অপরের উপর ক্রিয়া করে তবে একই সময়ে একই যায়গায় নয়)।