ইন্দ্রাবতী নদী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৬৭ নং লাইন:
== <small>এর উৎসের পিছনে পুরাণ কাহিনী</small> ==
 
ইন্দ্রবতী নদী গঠনের পিছনে একটি হিন্দু পৌরাণিক কাহিনী রয়েছে। একসময় জায়গাটি চম্পা ও চন্দন গাছে পূর্ণ ছিল, যার সুগন্ধ সমগ্র বনে ছড়িয়ে থাকত। পৃথিবীতে এত সুন্দর জায়গা থাকার কারণে, দেবরাজ [[ইন্দ্র (দেবতা)|ইন্দ্র]] এবং ইন্দ্রানী স্বর্গ থেকে নীচেনিচে নেমেছিলেন এখানে কিছুক্ষণ থাকার জন্য। প্রকৃতির সৌন্দর্য তাঁরা গভীরভাবে উপভোগ করেছিলেন; জঙ্গলে ঘোরাফেরা করার সময় ইন্দ্র একটি ছোট গ্রাম সুনাবেড়াতে গিয়েছিলেন ([[নুয়াপাডা জেলা|নুয়াপাডা]]), সেখানে, এক সুন্দরী মেয়ে উদন্তীর সাথে তাঁর সাথে দেখা হয়েছিল। প্রথম দর্শনেই তাঁরা একে অপরকে ভালোবেসে ফেলেন; এবং ইন্দ্র আর ফিরে যেতে চাননি। অন্যদিকে, ইন্দ্রের সঙ্গে এই বিচ্ছেদজনিত কারণে ইন্দ্রাণী দুঃখের সাথে কাঁদছিলেন এবং সেখানে যারা জড়ো হয়েছিল তাদের কাছে নিজের বেদনা প্রকাশ করেছিলেন। লোকেরা ইন্দ্র এবং উদন্তী সম্পর্কে জানত; তারা ইন্দ্রাণীকে সব কথা খুলে বলে এবং সেখানে থাকার পরামর্শ দেয়। ইন্দ্রাণী ইন্দ্রের উপরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং ইন্দ্র ও উদন্তীকে তিরস্কার করলেন। এরপর তাঁরা আর কখনও দেখা করেননি এবং ইন্দ্রাণী সেখানে ইন্দ্রাবতী নদী হিসাবে থেকে গেলেন, এখনো অবধি সেই নদী প্রবাহিত হয়ে চলেছে। আর, ইন্দ্রানীর প্রতি অপরাধের কারণে একে অপরের সাথে দেখা না করে ইন্দ্র ও উদন্তী নদীও পৃথকভাবে সেখানে প্রবাহিত হচ্ছে।
 
==উৎস এবং প্রবাহ==