অমিয়ভূষণ মজুমদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মাধব কে. (আলোচনা | অবদান)
নকীব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৭ নং লাইন:
 
==শিক্ষা==
অমিয়ভূষণ মেধাবী ছাত্র ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যের সাম্মানিক স্নাতক হলেও গণিত, ইতিহাস, দর্শন, ভূগোল, সংস্কৃত এবং আইনশাস্ত্রে দক্ষ ছিলেন। ১৯৩৭ খ্রিষ্টাব্দে ইংরেজি সাহিত্যের সাম্মানিকের ছাত্র হিসাবে [[কলকাতা]]<nowiki/>র [[স্কটিশ চার্চ কলেজ, কলকাতা|স্কটিশচার্চ কলেজে]] ভর্তি হন<ref>''Some Alumni of Scottish Church College'' in ''175th Year Commemoration Volume''. Scottish Church College, April 2008, p. 588</ref> কিন্তু শারীরিক অসুস্থতার কারনেকারণে কিছু মাসের মধ্যেই তিনি কোচবিহারে ফিরে আসতে বাধ্য হন। এরপর তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজে (বর্তমানে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ) ভর্তি হন। ১৯৩৯ খ্রিষ্টাব্দে ডিগ্রি হাতে পাওয়ার পর অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি প্রথাগত পড়াশোনা বন্ধ করে কোচবিহার মুখ্য ডাকঘরে গ্র্যাজুয়েট করণিক হিসাবে যোগ দেন পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য।
 
==সাহিত্যজীবন==