উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নির্দেশনা তৈরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মতামত প্রদান+
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪৮ নং লাইন:
=== মতামত প্রদান – [[ব্যবহারকারী:ANKAN|অংকন ]] ([[ব্যবহারকারী আলাপ:ANKAN|আলাপ]]) ===
* বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি দ্বারা তৈরি বৈশ্বিক দল (এক সম্প্রদায়ে এক স্থানীয় দল না করে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি নিয়ে বৈশ্বিক দল তৈরি), সদস্য পর্যাপ্ত রাখা যেন দ্রুত ব্যবস্থাগ্রহণ সম্ভব হয়
 
=== মতামত প্রদান - [[ব্যবহারকারী:Sumasa|sukan]] ([[ব্যবহারকারী আলাপ:Sumasa|আলাপ]]) ===
* বাংলা উইকিপিডিয়ায় আমরা যারা সম্পাদনার কাজ করি, তাদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতেই আচরণবিধি তৈরি হওয়া জরুরি বলে আমি মনে করি। এখানে যেহেতু সকলেই স্বেচ্ছাশ্রমদানকারী, সেজন্যে প্রত্যেক সম্পাদকের কাজকে গুণমান যাচাইয়ের ভিত্তিতে উত্তীর্ণ হলে অবশ্যই মান্যতা দেওয়া উচিত। ভুলত্রুটি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবগত করানোর ব্যাপারটা এর মধ্যেই পড়ে। এই প্রসঙ্গে একটা ঘটনার উল্লেখ না-করে পারছিনা। আমি কিছুদিন আগে 'History of Music' ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে 'সংগীতের ইতিহাস' পাতা তৈরি করেছিলাম। (৮০,০০০) আশি হাজারের বেশি বাইটের ওই পাতাটা জানিনা কোন্ অপরাধে আমাকে না-জানিয়েই মুছে ফেলা হয়েছে? এখন দেখুন সংশ্লিষ্ট ইংরেজি পাতার বাংলা নেই। এমনকি সংশ্লিষ্ট আলাপ পাতা এবং অবদানের চিহ্নও মুছে ফেলা হয়েছে। প্রথম দিকে কারিগরি দিকটা না-জেনে কিছু ভুলভাল করে বসি, সেই সময় কেউ কেউ আমার কাজের মধ্যে ধ্বংসপ্রবণতা দেখেছিলেন। আর পরবর্তীতে কী দেখলাম? আমার কাজই ধ্বংসস্তূপে পর্যবসিত হয়ে গেল। তাহলে আমি কী পণ্ডশ্রম করে যাচ্ছি?