আকাশগঙ্গা ছায়াপথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Babaisarkar2 (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী যোগ করলাম ।
Babaisarkar2 (আলোচনা | অবদান)
→‎কেন্দ্রস্থ অঞ্চল: কেন্দ্রস্থ অঞ্চলের গঠনের সম্পর্কে তথ্য যোগ করলাম ।
৫৯ নং লাইন:
আকাশগঙ্গার কেন্দ্রস্থ অঞ্চলের অন্তর্বর্তী অংশ তুলনামূলকভাবে অধিক ঘন এবং এই অংশে মূলত প্রাচীন তারা রয়েছে । কেন্দ্র থেকে প্রায় কয়েক কিলোপারসেক (প্রায় ১০,০০০ আলোকবর্ষ) ব্যাসার্ধের মধ্যে অবস্থিত এই প্রায় গোলকাকার অংশকে স্ফীতাংশ বলা হয়ে থাকে ।<ref name=Grant2000>{{সংবাদ উদ্ধৃতি|শেষাংশ১=Grant |প্রথমাংশ১=J. |শেষাংশ২=Lin |প্রথমাংশ২=B. |শিরোনাম=The Stars of the Milky Way |তারিখ=2000 |ইউআরএল=http://members.fcac.org/~sol/chview/chv5.htm |publisher=Fairfax Public Access Corporation |সংগ্রহের-তারিখ=May 9, 2007 |url-status=live |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20070611185732/http://members.fcac.org/~sol/chview/chv5.htm |আর্কাইভের-তারিখ=June 11, 2007 }}</ref> বিজ্ঞানীরা বলেছেন যে আকাশগঙ্গার কেন্দ্র প্রকৃতপক্ষে পূর্বে দুই ছায়াপথের মধ্যে সংঘর্ষের কারণে সৃষ্টি হওয়া প্রকৃত স্ফীতাংশ নয় । বরং এর কেন্দ্রস্থ দন্ডাকার গঠন একটি ছদ্ম-স্ফীতাংশ তৈরী করেছে ।<ref name=apjl_1_l72>{{সাময়িকী উদ্ধৃতি | শেষাংশ১ = Shen | প্রথমাংশ১ = J. |শেষাংশ২ = Rich | প্রথমাংশ২ = R. M. | শেষাংশ৩ = Kormendy | প্রথমাংশ৩ = J. | শেষাংশ৪= Howard | প্রথমাংশ৪ = C. D. |শেষাংশ৫= De Propris | প্রথমাংশ৫ = R. | শেষাংশ৬ = Kunder |প্রথমাংশ৬ = A. | ডিওআই= 10.1088/2041-8205/720/1/L72 | শিরোনাম = Our Milky Way As a Pure-Disk Galaxy{{snd}}A Challenge for Galaxy Formation | সাময়িকী = The Astrophysical Journal | খণ্ড = 720 | issue = 1 | পাতাসমূহ = L72–L76 |বছর = 2010 | pmid = | pmc = |arxiv = 1005.0385 |বিবকোড = 2010ApJ...720L..72S }}</ref>
আকাশগঙ্গার কেন্দ্রস্থ অঞ্চল রেডিও তরঙ্গের একটি প্রবল উৎস, যাকে বিজ্ঞানীরা [[ধনু A*]] নামে চিহ্নিত করেছেন । এই কেন্দ্রস্থ অঞ্চলের নিকটস্থ পদার্থের গতি বিবেচনা করে দেখা গিয়েছে যে আকাশগঙ্গার কেন্দ্রে একটি অত্যধিক ভারবিশিষ্ট বস্তু রয়েছে ।<ref name="Jones2004" >{{বই উদ্ধৃতি | শিরোনাম=An Introduction to Galaxies and Cosmology | পাতাসমূহ=50–51 | প্রকাশক=Cambridge University Press | তারিখ=2004 | isbn=978-0-521-54623-2 | প্রথমাংশ১=Mark H. | শেষাংশ১=Jones | প্রথমাংশ২=Robert J. | শেষাংশ২=Lambourne | প্রথমাংশ৩=David John | শেষাংশ৩=Adams |ইউআরএল=https://books.google.com/?id=36K1PfetZegC&pg=PA50 }}</ref> ভরের এরূপ বন্টনের ব্যাখ্যা দেওয়া সম্ভব যদি ধরে নেওয়া হয় যে এই বস্তুটি একটি [[অতিভারবিশিষ্ট কৃষ্ণগহ্বর]] ।<ref name="apj692_2_1075" /><ref name="apj689_2_1044" /> এটির প্রস্তাবিত ভর সূর্যের ভরের ৪.১ থেকে ৪.৫ মিলিয়ন গুণ ।<ref name="apj689_2_1044" />
 
আকাশগঙ্গার কেন্দ্রস্থ দন্ডাকার অঞ্চলের প্রকৃতি বিতর্কের মধ্যে রয়েছে, যদিও এই অংশের অনুমেয় অর্ধ-দৈর্ঘ্য ১ থেকে ৫ [[পারসেক|kpc]] এবং পৃথিবী থেকে ছায়াপথের কেন্দ্রের দিকে তাকালে এটি দৃষ্টিপথের সঙ্গে ১০-৫০ কোণ করে রয়েছে । এই দন্ডকার অঞ্চলটিকে ঘিরে একটি বলয়াকার গঠন রয়েছে যা "৫ kpc বলয়" নামে পরিচিত । এই বলয়ের মধ্যে ছায়াপথের অধিকাংশ আণবিক হাইড্রোজেন রয়েছে এবং আকাশগঙ্গার অধিকতর তারা এই অঞ্চলেই উৎপন্ন হয়ে থাকে । অ্যান্ড্রোমিডা ছায়াপথ থেকে দেখলে এই অঞ্চলটিকে উজ্জ্বলতম দেখাবে ।
 
২০১০ -এ ফার্মি গামা-রশ্মি মহাকাশ দূরবীক্ষণের থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে আকাশগঙ্গার কেন্দ্র থেকে উত্তর ও দক্ষিণে দুটি বৃহদাকার উচ্চ শক্তি বিকিরণের বুদবুদ ন্যায় গঠন লক্ষ্য করা গিয়েছে । এগুলির প্রত্যেকের ব্যাস প্রায় ৭.৭ কিলোপারসেক । দক্ষিণ গোলার্ধে রাত্রির আকাশে এগুলি [[গ্রুস]] থেকে [[কন্যা নক্ষত্রমন্ডল]] পর্যন্ত বিস্তৃত । পরবর্তীকালে পার্কেস দূরবীক্ষণের মাধ্যমে এই গঠনগুলিতে [[Polarization|সমাবর্তিত]] বিকিরণ দেখা গিয়েছে । তারার জন্মের কারণে উৎপন্ন চৌম্বকীয় বহিঃপ্রবাহ হিসেবে এগুলিকে ব্যাখ্যা করা হয় ।<ref>{{Cite journal | last1 = Carretti | first1 = E. | last2 = Crocker | first2 = R. M. | last3 = Staveley-Smith | first3 = L. | last4 = Haverkorn | first4 = M. | last5 = Purcell | first5 = C. | last6 = Gaensler | first6 = B. M. | last7 = Bernardi | first7 = G. | last8 = Kesteven | first8 = M. J. | last9 = Poppi | first9 = S. | doi = 10.1038/nature11734 | title = Giant magnetized outflows from the centre of the Milky Way | journal = Nature | volume = 493 | issue = 7430 | pages = 66–69 | year = 2013 | pmid = 23282363| pmc =
|arxiv = 1301.0512 |bibcode = 2013Natur.493...66C }}</ref>
 
== গ্যালারি ==