জোছন দস্তিদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সূত্র
রেফারেন্স
৫ নং লাইন:
 
==অভিনয়==
তার অভিনয় জীবন শুরু [[ভবানীপুর (কলকাতা)|ভবানীপুর]] আর্ট অ্যান্ড কালচার সংস্থায়। প্রথমে বৈশাখী নাট্যদল ও পরে ‘রূপান্তরী’ ও ‘চার্বাক’ নাট্যসংস্থার প্রতিষ্ঠাতা তিনি। [[বামপন্থী রাজনীতি|বামপন্থী]] গণনাট্য আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় ১৯৬৫-৬৬ সাল তাঁকে জেল খাটতে হয়। গান লেখা, টিভি টেলিসিরিয়াল পরিচালন্‌ প্রযোজনা ইত্যাদির ক্ষেত্রে জোছন দস্তিদার বাংলা সংস্কৃতিজগতে পরিচিত নাম। সোনেক্স প্রোডাকশন হাউস তার তৈরী এবং তাঁর পরিচালিত প্রথম সিরিয়াল ‘তেরো পার্বণ’।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://eisamay.indiatimes.com/sunday-special-rabibaroari/cover-story/article-on-televission-by-saumitra-dastidar/articleshow/48465979.cms|শিরোনাম=টিভিও যে নক্ষত্রের জন্ম দেয়, দেখা গেল|ওয়েবসাইট=Eisamay|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2020-04-10}}</ref> এছাড়া উড়নচণ্ডী’, ‘সেই সময়’, ‘নাচনী ইত্যাদি সিরিয়ালও পরিচালনা করেছেন তিনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.anandabazar.com/supplementary/rabibashoriyo/ব-ল-র-ঘর-ঘর-ত-র-প-র-বণ-1.121643|শিরোনাম=বাংলার ঘরে ঘরে ‘তেরো পার্বণ’ - Anandabazar|ওয়েবসাইট=anandabazar.com|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2020-04-10}}</ref> ১৯৮২ খ্রিস্টাব্দে বড়ো পর্দার জন্য প্রাগৈতিহাসিক নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। [[মৃণাল সেন]] পরিচালিত [[পদাতিক (চলচ্চিত্র)|পদাতিক]] চলচিত্রে তার প্রথম অভিনয়। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে ‘বিংশোত্তরী’, ‘স্বর্ণগ্রন্থি’, ‘কর্ণিক’, ‘অমর ভিয়েতনাম’, ‘আজকের স্পার্টাকাস’ ‘গদ্য পদ্য প্রবন্ধ’, ‘এ এক ইতিহাস’ ইত্যাদি।
 
==তথ্যসূত্র==