জোছন দস্তিদার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি হচ্ছে
 
রচনাশৈলী
১ নং লাইন:
'''জোছন দস্তিদার''' একজন বাঙালী নাট্যকার, মঞ্চাভিনেতা ও সমাজকর্মী। অভিনেত্রী খেয়ালি দস্তিদার তাঁর কন্যা।
 
==প্রারম্ভিক জীবন==
৫ নং লাইন:
 
==অভিনয়==
তার অভিনয় জীবন শুরু ভবানীপুর আর্ট অ্যান্ড কালচার সংস্থায়। প্রথমে বৈশাখী নাট্যদল ও পরে ‘রূপান্তরী’ ও ‘চার্বাক’ নাট্যসংস্থার প্রতিষতঠাতা তিনি। বাম গণনাট্য আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় ১৯৬৫-৬৬ খ্রিস্টাব্দে তাঁকে জীলে যেতে হয়। গান লেখা টিভি টেলিসিরিয়াল ধারাবাহিক পরিচালনা ইত্যাদির ক্ষেত্রে জোছন দস্তিদার বাংলা সংস্কৃতিজগতে পরিচিত নাম। তাঁর পরিচালিত প্রথম সিরিয়াল ‘তেরো পার্বণ’। ১৯৮২ খ্রিস্টাব্দে বড়ো পর্দার জন্য ‘প্রাগৈতিহাসিক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন। মৃণাল সেন এর "পদাতিক" চলচিত্রে তার প্রথম অভিনয়। তাঁর উল্লেখযোগ্য নাটক:নাটকগুলির মধ্যে আছে ‘বিংশোত্তরী’, ‘স্বর্ণগ্রন্থি’, ‘কর্ণিক’, ‘অমর ভিয়েতনাম’, ‘আজকের স্পার্টাকাস’ ‘গদ্য পদ্য প্রবন্ধ’, ‘এ এক ইহিহাস’ প্রভৃতি। বহু একাঙ্ক নাটক ও পোস্টার নাটক লিখে প্রযোজনা ও অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য পোস্টার নাটক ‘চোট দিন’ ও ‘শ্মশানে তাত্ত্বিক’। শ্রুতি নাটক রচনাতেও তাঁর দক্ষতা ছিল। মৃণাল সেনের ‘পদাতিক’ ছবি ছাড়া আরও দু-একটিতে তিনি অভিনয়ও করেছেন। শেষজীবনে ক্যানসার রোগে আক্রান্ত হবার পরও অনেক ছবি এঁকেছেন, লিখেছেন অনেক শ্রুতি নাটক। অভিনেত্রী চন্দ্রা তাঁর স্ত্রী এবং ।ইত্যাদি।
 
==তথ্যসূত্র==