হিতবাদী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ
পাতা পরিমার্জন
২ নং লাইন:
 
== ইতিহাস ==
সাপ্তাহিক পত্রিকা ‘হিতবাদী’ নামটি দ্দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন। সাহিত্যসেবার পাশাপাশি ভারতের স্বদেশী আন্দোলনের ওপর হিতবাদীর প্রভাব ছিল। বঙ্গভঙ্গ আন্দোলন সংগঠিত করতে এই পত্রিকা গুরুত্বপূর্ন ভূমিকা নেয়। এর পৃষ্টপোষকদের অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। উপেন্দ্রনাথ সেন, চন্দ্রোদয় বিদ্যাবিনোদ ও বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের সহযোগিতায় [[কালীপ্রসন্ন কাব্যবিশারদ]] পত্রিকা সম্পাদকের পদ গ্রহণ করেন এবং পত্রিকাটিকে একটি প্রথম শ্রেণীর সংবাদপত্রে পরিণত করেন। রবীন্দ্রনাথের দেনা পাওনা, পোস্টমাস্টার’ ইত্যাদি বিখ্যাত ছোটগল্প হিতবাদীতে প্রকাশ হয়। সংবাদপত্র দমনপূড়নের বিরুদ্ধে হিতবাদী পত্রিকা ব্রিটিশ আইনের বিরুদ্ধে সরব হয়। কালীপ্রসন্ন কাব্যবিশারদের মৃত্যুর পরে [[সখারাম গণেশ দেউস্কর]], [[জলধর সেন]] প্রমুখ লব্ধপ্রতিষ্ঠ মানুষেরা পত্রিকার পরিচালনা করেন পরিচালনা করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতি সহানূভূতিশীল ছিল হিতবাদী পত্রিকা। বিভিন্ন সময় এই পত্রিকায় শচীন্দ্রনাথ সেনগুপ্ত, আশাপূর্না দেবী, লিখেছেন।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}