সঙ্গনিরোধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎নিজগৃহে সঙ্গনিরোধ: আরও দেখুন যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Zaheen (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
 
==নিজগৃহে সঙ্গনিরোধ==
২০১৯ করোনাভাইরাস রোগের মহামারী বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে স্বক্ষম নাগরিকদের নিজগৃহে বা দরকার হলে নিজকক্ষে থাকতে উৎসাহিত করা হয়, যাতে কোভিড-১৯ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধ করা যায়। এই পদক্ষেপ বা ব্যবস্থাটিকে ''নিজগৃহে সঙ্গনিরোধ'' বা ''স্বেচ্ছা সঙ্গনিরোধ'' বলা হয়। ইংরেজিতে একে "সেলফ কোয়ারেন্টিন", "হোম কোয়ারেন্টিন", "সেলফ আইসোলেশন", "হোম আইসোলেশন", ইত্যাদি নামে ডাকা হয়। অস্ট্রেলিয়ার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নির্দেশনাসূচি অনুযায়ী কোনও ব্যক্তি নিম্নলিখিত মানদণ্ডগুলি পূরণ করলে নিজগৃহে সঙ্গনিরোধ করতে উৎসাহিত করা যায়<ref>{{Citation |title= COVID-19: Home isolation guidance when unwell (suspected or confirmed cases) |publisher=Australian Government: Department of Health |year=2020 |url=https://www.health.gov.au/sites/default/files/documents/2020/03/coronavirus-covid-19-information-about-home-isolation-when-unwell-suspected-or-confirmed-cases_0.pdf}}</ref>:
* ব্যক্তিটি নিজ বাসগৃহেই স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য যথেষ্ট সুস্থ আছেন।
* ব্যক্তিটিকে সেবাদান করার জন্য গৃহে যথাযথ পরিচারক আছেন।
* পরিবারের বা বাসগৃহের অন্যদের সাথে কক্ষ বা স্থান ভাগাভাগি না করে বিচ্ছিন্ন স্বতন্ত্র একটি কক্ষে তিনি অবস্থান করতে পারেন।
* তার কাছে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় বস্তু সুলভ আছে।
* তার কাছে এবং বাসগৃহের অন্য সবার কাছে সুপারিশকৃত [[ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামসামগ্রী]] (কমপক্ষে স্বাস্থ্যমুখোশ ও হাতমোজা/দস্তানা) আছে।
* তিনি পরিবারের এমন কোনও সদস্যের সাথে বাস করেন না, যাদের করোনাভাইরাস সংক্রমণের ফলে জটিলতার ঝুঁকি আছে (যেমন ষাটোর্ধ্ব ব্যক্তি, অন্তস্বত্তা নারী, রোগ প্রতিরক্ষার অভাবগ্রস্ত ব্যক্তি, শিশু, মধুমেহ, ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, ইত্যাদির দীর্ঘকালীন সমস্যায় ভুক্তভোগী ব্যক্তি)
==আরও দেখুন==