ফার্সি লিপি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta14)
আলবি রেজা (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২ নং লাইন:
'''ফার্সি বর্ণমালা''' বা '''ফার্সি-আরবি বর্ণমালা''' ({{lang-fa|الفبای فارسی}}) হল [[আরবি লিপি|আরবি লিপির]] উপর ভিত্তি করে [[লিখন পদ্ধতি|লেখার একটি পদ্ধতি]]। মূল লিপিটি বিশেষভাবে [[আরবি ভাষা|আরবি ভাষার]] জন্য ব্যবহার করা আর [[ফার্সি ভাষা|ফার্সি ভাষায়]] আরবি বর্ণামালার সাথে আরও চারটি অক্ষর যোগ করা হয়েছে, এই অতিরিক্ত অক্ষরগুলো হল :{{lang|fa|پ}} {{IPAblink|p}}, {{lang|fa|چ}} {{IPAblink|t͡ʃ}}, {{lang|fa|ژ}} {{IPAblink|ʒ}} এবং {{lang|fa|گ}}{{IPAblink|ɡ}}। অন্যান্য আরও বেশ কিছু ভাষায় পারসিক-আরবি লিপি ব্যবহার করা হয়। ফার্সি ভাষা ছাড়াও পারসিক-আরবি লিপি আরও যেসকল ভাষায় ব্যবহার করা হয় সেগুলো হল [[উর্দু বর্ণমালা]], [[সিন্ধি বর্ণমালা]], [[সারাইকি বর্ণমালা]], [[কুর্দি বর্ণমালা#কুর্দিস সোরানি বর্ণমালা|কুর্দিস সোরানি বর্ণমালা]], [[লুরিশ|লুরি বর্ণমালা]] ([[লুরি]]), [[উসমানীয় তুর্কি বর্ণমালা]], [[বেলুচি বর্ণমালা]], [[শাহমুখী লিপি|পাঞ্জাবি শাহমুখী লিপি]], [[Iske Imla|তাতার]], [[আজেরি ভাষা|আজেরি]] এবং এবং আরও অন্যান্য।
 
আরবি নয় এমন শব্দ উচ্চারণ এবং লেখার ক্ষত্রে বিভিন্ন ভাষাতে মূল লিপিতে বিদ্যমান অক্ষরগুলোর সাথে বিন্দু, রেখা ইত্যাদি যোগ করে নতুন নতুন অক্ষর সংযোগজন করা হয়েছে।হয়েছে।আধুনিক ফার্সিতে ৩২ টি বর্ণমালা রয়েছে।
 
পারসিক-আরবি লিপিতে বাক্যগুলো একত্রিতভাবে লেকা হয়। অধিকাংশ ক্ষেত্রেই প্রতিটি অক্ষর একে অপরের সাথে যুক্ত থাকে। কম্পিউটারে লেখার ক্ষেত্রেও এই বৈশিষ্ঠটি অক্ষুন্ন রাখা হয়েছে। যার ফলে কম্পিউটারে যখন পারসিক-আরবি লিপিতে কিছু লেখা হয় তখন অক্ষরগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে লেখা হতে থাকে। অসম্পৃক্তভাবে লেখাগুলো সাধারণত গ্রহণ করা হয় না। পারসিক-আরবি লিপি এবং আরবি লিপিতে শব্দগুলো লেখা হয় ডান থেকে বাম দিকে এবং নম্বরগুলো লেখা হয়ে থাকে বাম থেকে ডান দিকে।