নিউ টাউন, কলকাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১০৯ নং লাইন:
===নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ===
'নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ' (এনকেডিএ) 'দ্য নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০০৭' (২০০৭ সালের পশ্চিমবঙ্গ আইন আইন XXX) এর অধীনে নভেম্বর, ২০০৮ সালে গঠিত হয়। এটি একটি আরবান লোকাল বডি (ইউএলবি) তৈরির পথে একটি ক্রান্তিকালীন ব্যবস্থা। প্রশাসনের নেতৃত্বে একজন চেয়ারম্যান থাকেন, তিনি সদস্য সচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তার উপর কর্তৃত্ব প্রয়োগ করেন, যারা বিভিন্ন দায়িত্ব পালনের জন্য গঠিত বিভিন্ন সুনির্দিষ্ট কমিটির তদারকি করেন। নিউ টাউন ৪ টি বিভাগে বিভক্ত। এগুলি হল অ্যাকশন এরিয়া-১, অ্যাকশন এরিয়া-২, অ্যাকশন এরিয়া-৩ এবং কেন্দ্রীয় বানিজ্য জেলা। এছাড়া অ্যাকশন এরিয়া-৪ নিউ টাউনের অন্তর্গত, তবে এর নির্মাণ কাজ এখনও শুরু হয়নি।
=== জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা===
নিউ টাউনের অন্যান্য শাসনবিভাগীয় ও আরক্ষা-সংক্রান্ত কর্তৃপক্ষগুলি হল: উত্তর চব্বিশ পরগণা জেলার সমাহর্তা (কালেকটর)ও বিধাননগর পুলিশ।[৯৫]
 
বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির জন্য বারাসাত জেলা আদালত বারাসাত শহরে এবং ব্যবসাসংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য রাজারহাট বাণিজ্যিক আদালত নিউ টাউনে অবস্থিত।
 
==শিক্ষাপ্রতিষ্ঠান==