আলাপ:বাংলা-অসমীয়া লিপি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৯ নং লাইন:
:প্রথেমেই বলতে চাই, নিবন্ধ প্রণেতা এই নিবন্ধটি তৈরি করে মোটেই ভুল করেননি। নিবন্ধটি ১২ বছরেরও বেশি সময় ধরে ইংরেজিতে অছে এবং ভাষা সম্পর্কে অগাধ জ্ঞান না থাকলে সাধারণ উইকিপিডিয়ান কারো পক্ষেই এটি সঠিক না সঠিক নয় সেটি নির্ণয় করা সম্ভব নয়। ইংরেজি উইকিপিডিয়ার আলাপ পাতায় [[:en:Talk:Eastern Nagari script]], এটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা কাজ করতে পারি তা হল, যেহেতু নিবন্ধটি ইংরেজি থেকে অনুবাদ করে ইংরেজির উপর ভিত্তি করে তৈরি হয়েছে সেহেতু সেখানে কি হয় সে পর্যন্ত অপেক্ষা করতে পারি। অথবা ভাষা সম্পর্কে বেশ ভালো জানাশুনা আছে এমন কেউ উৎসসহ যুক্তিসংগত ব্যাখা উপস্থাপন করলে সেগুলো নিয়েও আলোচনা করতে পারি। তবে, নিবন্ধে যেমনটি দ্রুত অপসারণ ট্যাগ দেওয়া হয়েছিলো, তেমনটি দ্রুত অপসারণের জন্য যোগ্য নয় নিবন্ধটি। নিবন্ধের ব্যাপারে খুব সম্ভবত {{ping|Zaheen}} ভাই কিছু বলতে পারবেন কারণ ভাষা সম্পর্কিত বিষয়ে তিনি অনেক কাজ করেছেন। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১০:১৭, ২০ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
::বাংলা ভাষা আর বাংলা লিপি যে কত গুরুত্বপূরণ তা বাংলা লিপির বদলে নামগরা নামে আবর্জনা ১২ বছর ধরে উইকিতে রেখে দেয়াই প্রমাণ করে। ভাষার মাসে আবেগে কেঁদে কেটে বাকি ১১ মাস নাকে তেল দিয়ে ঘুম !
{{সমর্থন}} আমারো মনে হয় এতে বাংলা লিপিকে খাটো করে দেখা হয়েছে। {{ping|NahidSultan|Suvray|Zaheen|আফতাবুজ্জামান}} আশাকরি যথাযথ ব্যবস্থা নেবেন।
"বাংলা-অসমীয়া লিপি" পাতায় ফেরত যান।