চাক বেরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Boogey Humphrey (আলোচনা | অবদান)
Boogey Humphrey (আলোচনা | অবদান)
৪১ নং লাইন:
১৯৫০ সালের শুরুর দিকে বাড়তি আয়ের জন্যে বেরি স্থানীয় কিছু ব্যান্ড দলের সাথে কাজ শুরু করেন। কিশোর বয়স থেকেই বেরি [[ব্লুজ]] এর প্রতি আগ্রহী ছিল। সে গিটার রিফ ও মঞ্চে গান পরিবেশনের শৈলী টি-বোন ওয়াকার এর মতো করার চেষ্টা করতো<ref>{{বই উদ্ধৃতি|শেষাংশ=কোন|প্রথমাংশ=লরেন্স|শিরোনাম=ব্লুজ ছাড়া কিছুই না: সঙ্গীতটি এবং সঙ্গীতশিল্পীরা|বছর=১৯৯৩|লেখক২=আল্ডিন, মেরি ক্যাথারিন |লেখক৩=বাস্টিন, ব্রুস|প্রকাশক=এ্যাবেভিল প্রেস|আইএসবিএন=978-1-55859-271-1|পাতা=১৭৪|ভাষা=en}}</ref>। তাছাড়া, সে তার বন্ধু ইরা হ্যারিসের কাছে গিটারের বিভিন্ন কৌশল শিখে নেয়, যা পরবর্তীতে তার গিটার বাজানোতে লক্ষ্য করা যায়<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.chuckberry.com/about/bio.htm|শিরোনাম=চাক বেরির ওয়েবসাইট|প্রকাশক=chuckberry.com|সংগ্রহের-তারিখ=১৭ জুন ২০১৯|ভাষা=en|আর্কাইভের-ইউআরএল=https://www.webcitation.org/6DoOi4yn0?url=http://www.chuckberry.com/about/bio.htm|আর্কাইভের-তারিখ=২০ জানুয়ারি ২০১৩|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref>।
 
১৯৫৩ সালের শুরু থেকেই সে, জনি জনসন ত্রয়ীর সাথে কাজ করা শুরু করে। পরবর্তীতে, তার সাথে বেরির একটি ভালো সম্পর্ক তৈরি হয়<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.firstcoastnews.com/printfullstory.aspx?storyid=35622|শিরোনাম=জনি জন্সনকে মনে রেখেছেন চাক বেরি|প্রকাশক=firstcoastnews.com|সংগ্রহের-তারিখ=১৭ জুন ২০১৯|ভাষা=en}}{{অকার্যকর সংযোগ|তারিখ=জুন ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref>। দলটি মূলত ব্লুজ ও ব্যালাড গান বাজাতো। তারা যেসব ক্লাবে বাজাতো, সেইসব ক্লাবে মূলত শ্বেতাঙ্গরাই থাকতো, আর তাদের সবচেয়ে প্রিয় ধারার গান ছিল কান্ট্রি সঙ্গীত। বেরি বলেছিল যে, "কৌতূহল আমাদের কালো শ্রোতাদের, আমাদের প্রচুর পরিমাণে কান্ট্রি সঙ্গীতের জিনিস সরবরাহ করার জন্য উদ্দীপিত করেছিল। আমাদের কিছু কালো শ্রোতা বলতো যে, 'কসমোতে ওই কালো পাগলটা কে?' তারা আমাকে নিয়ে অনেকবার হাসলো, আর পরে তারা নিজেরাই আমাকে ওই পাগলের গান গাইতে অনুরোধ করলো এবং এটিকে নাচের মাধ্যমে উপভোগ করা শুরু করলো"<ref name="ব্রিটানিকা"/><ref name="web">{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://web.archive.org/web/20100109044235/http://www.chuckberry.com/about/bio.htm|শিরোনাম=চাক বেরির ওয়েরসাইট|প্রকাশক=chuckberry.com|সংগ্রহের- তারিখ=০৫ এপ্রিল ২০২০|ভাষা=en}}</ref>
 
==সঙ্গীত জীবন==