যুক্তরাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Galib Tufan (আলোচনা | অবদান)
→‎ভাষা: সংশোধন
Galib Tufan (আলোচনা | অবদান)
→‎পরিবহন: সংশোধন
১২৫ নং লাইন:
আধুনিক যুগের শিল্পকলাতেও ব্রিটেন সবসময়ই গুরুত্ব পেয়েছে। ব্রিটেনের লেখকদের রচিত নাটক, উপন্যাস, গল্প এবং সম্প্রতি চিত্রনাট্য বিশ্বব্যাপী আদৃত। চিত্রশিল্প ও সঙ্গীতের ক্ষেত্রে অন্যান্য ইউরোপীয় দেশগুলির তুলনায় পিছিয়ে থাকলেও সাহিত্য সৃষ্টিতে ব্রিটিশেরা সবাইকে ছাড়িয়ে গেছে। তবে বিংশ শতাব্দীতে ব্রিটেনেও গুরুত্বপূর্ণ শিল্পী ও সুরকারের দেখা মেলে, যাদের মধ্যে চিত্রশিল্পী [[ডেভিড হকনি]] এবং সুরকার স্যার [[এডওয়ার্ড এলগার|এডওয়ার্ড এলগারের]] নাম করা যায়।
== পরিবহন ==
যুক্তরাজ্যের প্রধান বিমানসংস্থা [[ব্রিটিশ এয়ারওয়েস]]৷'''যুক্তরাজ্যের পরিবহন ব্যবস্থা''' উন্নতমানের [[সড়ক]], [[বিমান]], [[রেল]] ও নৌপথের নেটওয়ার্ক নিয়ে গঠিত।
 
প্রধান সড়ক বা মেইন রোড ব্যবস্থাটি [[লন্ডন]], [[এডিনবরা]][[বেলফাস্ট]] শহরগুলিকে কেন্দ্রবিন্দু করে চারদিকে প্রসারিত হয়েছে। প্রধান সড়কগুলির মোট দৈর্ঘ্য ৪৬,৬৩২ কিলোমিটার। এর বাইরেও আছে একটি মোটরওয়ে বা মহাসড়ক নেটওয়ার্ক। ৩,৪৭৭ কিলোমিটার দীর্ঘ এই ব্যবস্থাটি [[বার্মিংহাম]], [[গ্লাসগো]], [[লিড্‌স]], [[লিভারপুল]], [[ম্যানচেস্টার]][[লন্ডন]] শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এছাড়াও আরও প্রায় ৩,৪২,০০০ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে যুক্তরাজ্যে।
 
যুক্তরাজ্যের জাতীয় রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য গ্রেট ব্রিটেন দ্বীপে ১৬,১১৬ রাউট কিলোমিটার এবং উত্তর আয়ারল্যান্ডে ৩০৩ রাউট কিলোমিটার। ব্যবস্থাটি প্রতিদিন ১৮ হাজার যাত্রী এবং ১০০টি মালবাহী ট্রেন পরিবহন করে। লন্ডন, গ্লাসগো, কার্ডিফ, এডিনবরা, বার্মিংহাম এবং আরও বেশ কিছু প্রধান শহরে পৌর রেল নেটওয়ার্ক অত্যন্ত উন্নত।