বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৪৬ নং লাইন:
আপনি হয়তো জানেন না [[২য় ইব্রাহিম খান]] পাতাটি আমি শুধু অনুবাদ করেছি। পাতাটি প্রসঙ্গে অনুযোগ থাকলে আপনি পাতাটি কাজ প্রয়োজন ট্যাগ যোগ করে আলাপ পাতায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র কপিরাইট লঙ্গন করলেই আপনি একদম বাতিল করার অধিকার রাখেন। পর্যালোচনার নিয়ম পুনরায় পড়ার অনুরোধ রইলো, তথ্যসূত্রর প্রশ্ন করলে উক্ত পাতাটি সর্বমোট ৫ টি ভাষায় অনুবাদ হয়েছে তথ্যসূত্রের অভাব থাকলে পাতাটি উইকিতে অনেক পূর্বেই বাতিল হয়ে যেতো। সার্বিক বিবেচনা করে বাতিল লেখাটি মুছার অনুরোধ রইলো।[[ব্যবহারকারী:Foysalur Rahman Shuvo|এফ আর শুভ]] ([[ব্যবহারকারী আলাপ:Foysalur Rahman Shuvo|আলাপ]]) ০৮:০৭, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
::{{উত্তর|Foysalur Rahman Shuvo}} এই নিবন্ধ এই এডিটাথনের জন্য প্রযোজ্য নয়। কারণ এই এডিটাথনের উদ্দেশ্য হলো বাংলাপিডিয়ার সকল নিবন্ধ উইকিপিডিয়াতে নিয়ে আসা এবং সেগুলোর মানোন্নয়ন করা । কিন্তু এই পাতা বাংলাপিডিয়াতে নেই। [[ব্যবহারকারী:ইফতেখার নাইম|ইফতেখার নাইম]] ([[ব্যবহারকারী আলাপ:ইফতেখার নাইম#top|আলাপ]]) ০৮:২৬, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
:::প্রিয় {{ping|ইফতেখার নাইম}} [[২য় ইব্রাহিম খান]] নিবন্ধ পর্যালোচনা করায় আপনাকে ধন্যবাদ। নিবন্ধটি সম্প্রসারণ করার ক্ষেত্রে বাংলাপিডিয়া লিঙ্কটি সম্প্রতি ঠিক করা হয়েছে, যেখানে অধিক তথ্য বিদ্যমান। আগে বাংলাপিডিয়া লিঙ্কটি সংযোগে ভুল ছিল এবং এজন্য Foysalur Rahman Shuvo নিবন্ধটি অসম্পূর্ণ অবস্থায় জমা দিয়েছিলেন। এছাড়াও অন্যান্য নিবন্ধের ক্ষেত্রে অনুগ্রহ করে প্রথমে '''গ্রহণ করা হয়নি'''র যোগ করবেন না। এর বদলে '''মন্তব্য''' রাখুন এবং মন্তব্যে উক্ত নিবন্ধের আলাপ পাতার সংযোগ করে ব্যবহারকারীকে জানান, কেন নিবন্ধটি গৃহীত হয়নি। যেহেতু নতুন অনেক উইকিপিডিয়ান এতে অংশ নিতে পারে তাদের কথা মাথায় রেখে প্রথমে মন্তব্য রাখা প্রয়োজন। মন্তব্য রাখার ৩ দিনের মধ্যেও যদি নিবন্ধের অগ্রগতি না হয় সেক্ষেত্রেই কেবলমাত্র '''গ্রহণ করা হয়নি''' যোগ করুন। ধন্যবাদ।
::: এবং প্রিয় {{ping|Foysalur Rahman Shuvo}} বিশেষ এডিটাথনে অংশ নেওয়ায় এবং নিবন্ধ তৈরি করায় আপনাকে ধন্যবাদ। [[২য় ইব্রাহিম খান]] নিবন্ধের [http://bn.banglapedia.org/index.php?title=ইবরাহিম_খান বাংলাপিডিয়া] লিঙ্কটি ঠিক করা হয়েছে, অনুগ্রহ করে এখন নিবন্ধটি সম্পূর্ণ করুন। যথাযথ হলে নিবন্ধটি গৃহীত হবে। — [[ব্যবহারকারী:ANKAN|অংকন ]] ([[ব্যবহারকারী আলাপ:ANKAN|আলাপ]]) ১০:১৫, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)