উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নির্দেশনা তৈরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৪৮ নং লাইন:
===তাছাড়াও ===
ব্যবহারকারী: {{ping|ZI Jony|Suvray|Dolon_Prova|Ibrahim_Husain_Meraj|RockyMasum|DelwarHossain}} এর মতামতের সাথেও একাত্মতা পোষণ করছি।--[[ব্যবহারকারী:Nabil|<span style="background-color: maroon; color: greenyellow">'''নাবিল'''</span>]] [[ব্যবহারকারী আলাপ:Nabil|<sup>(✉)</sup>]] ২১:৩৬, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)
 
== মতামত প্রদান – তানভির রহমান ==
 
; বিষয়বস্তু – ১
[[ব্যবহারকারী:ZI Jony|জনি]] ভাইয়ের সুন্দর গোছানো মতামতের সাথে অনেকাংশে একতা প্রকাশ করছি ও ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে আচরণবিধির সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে হয়রানিমূলক বক্তব্য যা বার বার ঘটে, এবং বর্তমানে তা পরিকল্পনা করে করা হয়। দুঃখের বিষয় এতে উইকিপিডিয়া সম্পর্কে জানেন এমন ব্যবহারকারীরাই জড়িত, তাই তাদের ঠেকানো কষ্ট হয়ে যায়। বাংলা উইকিপিডিয়ার ক্ষেত্রে এ ধরনের ব্যবহারকীদের জন্য বাধাদান, অ্যাকাউন্ট বন্ধকরণের মতো সুবিধা থাকলেও, ব্যবহকারী পরীক্ষকদের আরও বেশি সক্রিয়তা আশা করি যাতে তাদের সকপাপেটগুলোর তৈরি বন্ধ করা যায়, এ বিষয়টি গ্লোবালিও হওয়া প্রয়োজন। অর্থাৎ সক তৈরিকারী আইপিটি যেনো অন্য প্রকল্পে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে এখানে সমস্যা সৃষ্টি না করে তা দেখা প্রয়োজন। এ বিষয়ে কারিগরী বিষয়ে অভিজ্ঞদের নিয়ে নির্দিষ্ট কারিগরী টাস্কফোর্স করা হলে তাতে বাংলা উইকিপিডিয়ার মতো প্রকল্পগুলো উপকৃত হতো। এতে কার্যকরীভাবে ব্যবহারকারী পরীক্ষণ, ব্ল্যাকলিস্ট, অ্যাবিউস ফিল্টার ব্যবহারে সুবিধা পাওয়া যায়। এগুলোর স্থানীয় ও বৈশ্বিক দুইধরনের সংস্করণ থাকতে পারে। ধ্বংসপ্রবণতা বিচ্ছিন্নভাবে হলেও কিছু ধ্বংসপ্রবণতা পরিকল্পনামাফিক বারবার হয়। আবার কিছু নিবন্ধ ক্রসউইকি স্প্যামিংয়ের স্বীকার হয় (যেমন সব উইকিতে গিয়ে নির্দিষ্ট ছবি বা লিংক যোগ করা), সেগুলোর ক্ষেত্রে সকল উইকিতে সীমিত সময়ের জন্য একসাথে সুরক্ষা সেটিংস প্রয়োগ করা যেতে পারে, কিন্তু অবশ্যই শুধু প্রশাসকদের জন্য নয় বরং স্বনিশ্চিতকৃত বা নিশ্চিতকৃত ব্যবহারকারীদের জন্য, বা গ্লোবাল পেন্ডিং রিভিউ সেটিংস আরোপের মতো সুবিধা চালু করা যেতে পারে।
 
অর্থের বিনিময়ে সম্পাদনা ও পেশাগতভাবে উইকিপিডিয়া সংক্রান্ত কাজ করা দুই ব্যাপার এবং কিছু ক্ষেত্রে একই রকম বা কাছাকাছি। এ বিষয়ে উইকিমিডিয়া বৈশ্বিকভাবে আলোচনা করে সিদ্ধান্তে আসলেও তার প্রচার ও প্রভাব বৈশ্বিকভাবে পড়েনি। এটি তাই বৈশ্বিক আচরণবিধির আওতায় এনে সবাইকে এ বিষয়টি যে খারাপ ও ভালো উভয় দিক-ই থাকতে পারে ও কোথায় স্বচ্ছতা প্রয়োজন সে বিষয়গুলো বিস্তারিত জানাতে হবে। এ বিষয়ে কোনো পদক্ষেপ নিলে তা যে ব্যবহারকারীর বিপক্ষে নেওয়া হচ্ছে তার কাজটি অসচেতনতামূলক নাকি অসততামূলক সেটি বিবেচনায় নিয়ে পদক্ষেপটি আঞ্চলিক ও বৈশ্বিক দুই ধরনের নেওয়ার মতো সুযোগ রাখতে হবে এবং সেখানে যেখানে অপরাধটি প্রথমে ঘটেছে সেই সম্প্রদায়ের মতামতের গ্রহণযোগ্যতা বেশি থাকা উচিত বলে মনে করি (অবশ্যই বৈশ্বিক পরিমণ্ডলে আলোচনার ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে)।
 
ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, এর স্বীকার ব্যবহারকারীদের প্রয়োজনীয় আইনগত সেবা ও সুরক্ষা দেওয়া জরুরী মনে করি। সেই সাথে সচেতনতা তৈরি করাও খুবই জরুরী। অনেকেই হয়তো দেখেছেন যে আমাদের উইকিতে অনেক নতুন ব্যবহারকারী পাতায় অবলীলায় ফোন নম্বর, জন্ম তারিখ, লিগাল নাম, অবস্থান, বাবা-মার নাম সব তথ্য দিয়ে দিচ্ছেন। এতে বাস্তব জীবনে তাদের লোকেট করা সহজ হয়ে যায়, এবং পরবর্তী জীবনে তারা সমস্যায় পড়তে পারেন। এ বিষয়ে তারা যেনো তথ্য না দেন ও দিলেও ওভারসাইটের মাধ্যমে যে তারা সেই ভুল সংশোধন করতে পারেন সে বিষয়ে সচেতনতা তৈরি করতে আমাদের সক্রিয়ভাবে চেষ্টা করা জরুরী। এ ধরনের অপব্যবহারের স্বীকার হলে, অর্থাৎ অন্যের আচরণগত সমস্যার কারণে কোনো অবদানকারী সমস্যার স্বীকার হলে বৈশ্বিক নীতিমালার আওতায় কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা উচিত, কারণ এক প্রকল্পে যে এই অপরাধ করে, সে অন্য প্রকল্পে কাজ করারও নৈতিক অধিকার হারায়।
 
উপরে [[ব্যবহারকারী:Ibrahim Husain Meraj|মেরাজ]] ভাইয়ের উল্লেখ করা ‘উল্লেখযোগ্যতা নীতিমালা না মানতে চাওয়া (সংকীর্ণভাবে উইকিকে চিন্তা করা)’, ‘নতুনদের আক্রমণ’, ‘ধর্ম/বর্ণ/দেশ ভিত্তিক পক্ষপাতিত্ব’, ‘আমি যা মনে করি সেটাই ঠিক মনে করা’ বা নিজের মতামতকে বা দর্শনকে বেশি গুরুত্ব দেওয়ার মতো বিষয়গুলোতে বৈশ্বিক নীতিমালার প্রয়োগ করা প্রয়োজন। কারণ এগুলো কোনো প্রকল্পের উন্নয়নের অন্তরায়। আমরা বাংলাতে নীতিমালা করে বিষয়টি ঠিক করতে পারি, কিন্তু বৈশ্বিক নীতিমালার রেফারেন্স আমাদের জন্য সহায়ক হবে।
 
; বিষয়বস্তু – ২
বৈশ্বিক নীতিমালার প্রয়োজন রয়েছে এবং একটি বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য একটি নীতিমালা রেফাসেন্স হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে ও বিবেচনা করতে সাহায্য করবে। বিশেষ করে ছোট ও তুলনামূলকভাবে অপরিপক্ক প্রকল্পগুলোর ব্যবহারকারীদের উইকির চর্চা বোঝাতে এটি খুব-ই সহায়ক হবে বলে আমি মনে করি। এটির আরেকটি উপকারী দিক হচ্ছে কোনো গুরুতর বিষয় যে আসলেই কতোটা গুরুতর তা আলোচনাকারীদের বোঝাতে সাহায্য করবে। তবে সাধারণভাবে সেটি আওতা এমন হওয়া উচিত যে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের উপরে কর্তৃত্বমূলক কোনো নীতিমালা যেনো সেটি না হয়। সম্প্রদায়ের পরিধির উপর ভিত্তি করে তাদের কর্তৃক আচরণবিধি সংক্রান্ত সিদ্ধান্ত-ই চূড়ান্ত হতে হবে এবং সেটি ক্ষেত্র বিশেষে যদি বৈশ্বিক নীতিমালার কোনো পয়েন্টের সাথে সাংঘর্ষিক হলেও। কারণ আচরণবিধির ব্যাখ্যা এক এক প্রকল্পের ব্যবহারকারীদের নিজস্ব আচরণের কারণে ভিন্ন হতে পারে, তাই সম্প্রদায়ের মনোভাবের গুরুত্ব বেশি হওয়া উচিত। ‍‍‍&mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ০৯:০০, ১ এপ্রিল ২০২০ (ইউটিসি)