উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নির্দেশনা তৈরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৩৫ নং লাইন:
 
* প্রশ্নের বিষয়বস্তু - ২ প্রসঙ্গে মতামত: আচরণবিধি বা নৈতিক দিকনির্দেশনার জন্য এ ধরণের বৈশ্বিক নীতিমালা অবশ্যই প্রয়োজন। কারণ উন্মুক্ত এ বিশ্বকোষে নানা মতের, নানা চিন্তার মানুষ যুক্ত হন। সবাইকে উইকি আচরণে নির্দিষ্ট নীতিমালার মধ্য সীমাবদ্ধ রাখা অবশ্যই জরুরি। তবে সে নীতিমাল ব্যক্তির স্বাধীনতা ও উন্মুক্ত কাজের পরিবেশ বিবেচনায় তৈরি হওয়া উচিত। --[[ব্যবহারকারী:DelwarHossain|<span style="font-weight: bold; background-color: #B30C17; color: #ffffff;">দেলোয়ার</span>]] ([[ব্যবহারকারী আলাপ:DelwarHossain|<span style="color:forestgreen">✉</span>]]) • ১৯:০৫, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)
 
== মতামত প্রদান - মোহাম্মদ নাবিল ==
 
===বিষয়বস্তু -১===
এ আলোচনার মতো অনেক গুরুত্ব পূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত প্রায়ই গ্রহণ করা হয়। প্রায় সময় শেষের দিকে জানতে পারি অথবা পরে দেখতে পাই। এজন্য আলোচনার সূত্রপাত হওয়ার সময় সক্রিয় উইকিপিডিয়ানদেরকে বার্তা দেয়া উচিত বলে বিবেচনায় নেয়া যেতে পারে।
এছাড়া বিভিন্ন সময়ে ৭ বা ১৫ দিনের এডিটাথনগুলোর ক্ষেত্রেও একই কথা বলবো। অন্তত একটি বার্তা দেয়া উচিত। আগে এসব নিয়ে বার্তা দেয়া হতো। যাতে অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
 
===বিষয়বস্তু -২===
অবশ্যই আচরণবিধি সম্পর্কে নীতিমালা প্রণয়ণ ও সম্প্রসারণ প্রয়োজন রয়েছে। নচেৎ নানা চিন্তার উইকিপিডিয়ানদেরকে নির্দিষ্ট নীতিমালার মধ্যে রাখা জটিল হয়ে যাবে।
'''আরও একটি বিষয়'''- ছোট/সংক্ষিপ্ত নিবন্ধ তৈরি অথবা ইংরেজিতে থাকা বড় একটি নিবন্ধের শুধু ভূমিকাংশটুকো অনুবাদ করা। এ নিয়ে বার্তা দিলে খুব কম সংখ্যক উইকিপিডিয়ান প্রত্যুত্তর করেন। বরং দেখা যায় আগ থেকেই কয়েকজন তাকে এ ইস্যুতে বার্তা দিয়ে রেখেছেন কিন্তু তিনি তার উত্তর না দিয়ে সংক্ষিপ্ত তৈরি করেই যাচ্ছেন। তাই এ নিয়ে কথা বলতে আর আগ্রহ থাকে না। এ তালিকায় নতুন ও পুরোনো উইকপিডিয়ানরা রয়েছেন। এজন্য নীতিমালা তৈরি করা প্রয়োজন বলে মনে করি।
 
===তাছাড়াও ===
ব্যবহারকারী: {{ping|ZI Jony|Suvray|Dolon_Prova|Ibrahim_Husain_Meraj|RockyMasum|DelwarHossain}} এর মতামতের সাথেও একাত্মতা পোষণ করছি।--[[ব্যবহারকারী:Nabil|<span style="background-color: maroon; color: greenyellow">'''নাবিল'''</span>]] [[ব্যবহারকারী আলাপ:Nabil|<sup>(✉)</sup>]] ২১:৩৬, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)