উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নির্দেশনা তৈরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎মতামত - দেলোয়ার: নতুন অনুচ্ছেদ
১৩২ নং লাইন:
সম্পাদক হিসেবে উইকিপিডিয়ানের আচরণ কেমন হবে সেটি আসলে ঠিক দিকনির্দেশনা বা নীতিমালার মধ্যে রাখা অনেকাংশে সম্ভব না হলেও তারপরেও কিছু নীতিমালা থাকা প্রয়োজন। এরইমধ্যে বেশ কিছু নীতিমালা আগে থেকেই রয়েছে। যা হয়তো সর্বদা সবাই চর্চাগত দিক থেকে সমানতালে ফুটে তুলতে পারি না। তারপরেও বলবো যেগুলো রয়েছে সেগুলোই হয়তো যথেষ্ট না বা যা রয়েছে তা সম্পাদকদের অসামাঞ্জস্য কোনো বিষেয়ে বার্তা প্রদানের ক্ষেত্রে বেশি বেশি ব্যবহার করা যেতে পারে। যাতে তিনি পরবর্তীতে উইকি আলোচনায় নীতিমালা মেনে মতামত দিতে পারে।
 
* প্রশ্নের বিষয়বস্তু -১ প্রসঙ্গে মতামত : বাংলা উইকিতে আচরণবিধিজনিত সমস্যা যে কয়েকটি চোখে পড়ে সেটি হলো, উইকিতে বেশিরভাগ নতুন সম্পাদকরা নিজেদের নিবন্ধ তৈরি করে ফেলেন। এ নিয়ে পুরোনোদের (টহল পরিচালনাকারী/প্রশাসক) অনেকেই তাকে সতর্ক করতে গিয়ে প্রথম ভুলে কড়া ভাষায় বার্তা দিয়ে ফেলেন। এটি পরিহার করা উচিত। এর বাইরেও কোনো উইকিপিডিয়ানকে সতর্কবার্তা দেয়ার ক্ষেত্রে দক্ষ কেউ/প্রশাসকগণ ভাষাগত দিক থেকে উন্নত ও মার্জিত ভঙ্গিতে কৌশলী ভূমিকা রাখা উচিত। কারণ একটি ইস্যুতে একজন ব্যক্তির কাজ নিয়ে অতিমাত্রার সতর্কবার্তা বা আলোচনার ব্যাপকতায় ক্ষুব্ধ হয়ে অনেক উইকিপিডিয়ান আর কাজে উৎসাহী হন না। এ ধরনের ঘটনায় কয়েকজন সক্রিয় উইকিপিডিয়ানকে নিষ্ক্রিয় হতে দেখেছি। মোদ্দকথা ছোট ত্রুটিতে কড়া সতর্কবার্তা পরিহার করা উচিত।
 
* প্রশ্নের বিষয়বস্তু - ২ প্রসঙ্গে মতামত: আচরণবিধি বা নৈতিক দিকনির্দেশনার জন্য এ ধরণের বৈশ্বিক নীতিমালা অবশ্যই প্রয়োজন। কারণ উন্মুক্ত এ বিশ্বকোষে নানা মতের, নানা চিন্তার মানুষ যুক্ত হন। সবাইকে উইকি আচরণে নির্দিষ্ট নীতিমালার মধ্য সীমাবদ্ধ রাখা অবশ্যই জরুরি। তবে সে নীতিমাল ব্যক্তির স্বাধীনতা ও উন্মুক্ত কাজের পরিবেশ বিবেচনায় তৈরি হওয়া উচিত। --[[ব্যবহারকারী:DelwarHossain|<span style="font-weight: bold; background-color: #B30C17; color: #ffffff;">দেলোয়ার</span>]] ([[ব্যবহারকারী আলাপ:DelwarHossain|<span style="color:forestgreen">✉</span>]]) • ১৯:০৫, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)