উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নির্দেশনা তৈরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৯১ নং লাইন:
=== বিষয়বস্তু - ২ ===
একসাথে কাজ করার জন্য ও আগামীতে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে বৈশ্বিক নীতিমালার অবশ্যই প্রয়োজন। ধন্যবাদ। [[ব্যবহারকারী:Dolon Prova|Dolon Prova]] ([[ব্যবহারকারী আলাপ:Dolon Prova|আলাপ]]) ১১:৩৪, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)
 
== মতামত প্রদান - ইকবাল হোসেন ==
 
'''বিষয়বস্তু-১ :'''
* বলা হয়েছে আচরণবিধিজনিত অসুবিধাগুলোর কথা বলার জন্য, তাহলে প্রথমেই বলতে হবে ব্যক্তিগত আক্রমনের কথা। অনেক পুরানো ও অভিজ্ঞ উইকিপিডিয়ানরা ব্যক্তিগত তর্কে জড়িয়ে পড়েন একেবারেই কাম্য নয়। আরেকটি বিষয় নতুনদেরও কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত। যেমনটা সুব্রত দা বলেছেন, '''কয়েকজন নবীন (!) ব্যবহারকারী নিজেকে জড়িয়ে রয়েছেন। উদ্দেশ্য হলো - নিবন্ধ সম্প্রসারণে ব্যাঘাত ঘটানো, স্বীয় স্বার্থে আর সম্প্রসারণের প্রয়োজন নেই, কিংবা স্নায়ু চাপে ফেলে ব্যবহারকারীর আগ্রহকে স্তিমিত করে দেয়া।''' এ বিষয়টাও মাথা রাখতে হবে। তাই এইসব বিষয় খেয়াল রেখে কিছু নীতিমালা করতে হবে যাতে এই সমস্যাগুলোর প্রতিকার করা যায়।
* আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে, উইকিতে বেশ কয়েকটি র‌্যাকেট সক্রিয় হয়ে উঠেছে। যদি আগে থেকেই এই ধরনের র‌্যাকেট বা গ্রুপ ছিল। তবে ইদানিং তাদের সংখ্যা অনেকাংশে বেড়েছে। এদের প্রতিহত করার জন্য আমাদেরকে আরো সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। আর নীতিমালা আরো কিছু কঠোর বিষয়ও এ্যাড করা যায়, তবে বিদ্যমান বৈশ্বিক নীতিমালায় যা আছে তা দিযেও কিন্তু বিষয়টা হ্যান্ডেল করা যেতে পারে।
* ট্রেইন দ্যা ট্রেইনার বলে একটি কথা রযেছে, কিন্তু বাংলা উইকিটিডিয়ায় এই চর্চাটি একেবারেই অনুপস্থিত। তাই অভিজ্ঞদের নিয়ে এই ধরনের কর্মশালার আয়োজন করা যেতে পারে যাতে তাঁরা নতুনদের আরো সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন এবং নতুনদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন। যতদিন পর্যন্ত নতুন-পুরাতনের মাঝে ভালো সম্পর্ক গড়ে না উঠবে ততদিন পর্যন্ত আচরণবিধিজনিত সমস্যা থেকেই যাবে।
* নতুন পুরাতনদের মধ্যে উইকির প্রতি আরো বেশি করে আগ্রহ সৃষ্টির লক্ষে নিয়মিত কেন্দ্রিয়ভাবে সম্মেলনের আয়োজন করতে হবে। তাতে সবার মাঝে পারস্পরিক ইন্টেরাকশন বাড়বে, কাজ করার স্পৃহা সৃষ্টি হবে। কাজের মূল্যায়নও আরো বৃহৎ পরিসরে করতে হবে।
 
'''বিষয়বস্তু-২ :'''
* আচরণবিধি বা নৈতিক দিকনির্দেশনার জন্য বৈশ্বিক নীতিমালার অবশ্যই প্রয়োজন রয়েছে। শুধু নীতিমালা থাকলে হবে সহস প্রাঞ্জল ভাষায় ব্যবহারকারীদের সচেতন করতে হবে। দেখা যাবে নীতিমালা প্রণীত হযেছে কিন্তু ব্যবহারকারীরা সে সম্পর্কে অবহিত বা সচেতন নন, তাহলে সে নীতিমালা তেমন কোনো কাজে আসবে নাই । তাই সচেতনতামূলক কর্মকান্ড বাড়াতে হবে।--[[ব্যবহারকারী:IqbalHossain|IqbalHossain]] ([[ব্যবহারকারী আলাপ:IqbalHossain|আলাপ]]) ১২:২২, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)