উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নির্দেশনা তৈরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৬৪ নং লাইন:
 
প্রশ্নের বিষয়বস্তু - ২ প্রসঙ্গে: আমার মতে বৈশ্বিক আচরণবিধি মোতাবেক এটাকে পরিবর্তন করা হোক।[[ব্যবহারকারী:এম আবু সাঈদ|এম আবু সাঈদ]] ([[ব্যবহারকারী আলাপ:এম আবু সাঈদ|আলাপ]]) ০৮:৫২, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)
 
== মতামত প্রদান - আল রিয়াজ উদ্দীন রিপন ==
 
'''বিষয়বস্তু ১'''
'''সমস্যা - ধ্বংসপ্রবণতা''' উইকিমিডিয়া প্রকল্পের অন্যান্য প্রকল্পের মতো বাংলা উইকিপিডিয়াও বরাবরই ধ্বংসপ্রবণ সম্পাদনার শিকার হয়ে থাকে। উইকিপিডিয়ার সকল ওয়েবসাইটসমূহের কনটেন্ট গুগল সার্চে উপরের দিকে থাকায় অনেক সময় ধ্বংসপ্রবণ সম্পাদনাগুলো গুগল সার্চে দেখা যায় যদিও এটি গুগলের অ্যালগরিদমজনিত সমস্যা এবং এটি সাময়িক সমস্যা হলেও রাজনৈতিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিবন্ধের ধ্বংসপ্রবণ সম্পাদনার কারণে এক ধরনের প্রভাব পড়ে থাকে।
 
::'''প্রতিকার''' বর্তমানে উইকিপিডিয়ায় বিভিন্ন সরঞ্জাম, ব্যবহারকারী অধিকার ও ব্যবহারকারী স্ক্রিপ্ট দ্বারা ধ্বংসপ্রবণ সম্পাদনা খুব সহজেই বাতিল করা এবং সম্পাদনা ইতিহাস লুক্কায়িত করা যায়। যে সমস্ত ব্যবহারকারীরা ধ্বংসপ্রবণ সম্পাদনা করে থাকে তাদেরকে সতর্কবার্তা প্রদান এবং এরপরেও বারবার সম্পাদনা করে থাকলে সম্পাদনার ধরণ দেখে সাময়িক অথবা দীর্ঘমেয়াদি বাধাদান।
 
'''সমস্যা - সাম্প্রতিক পরিবর্তন পাতা টহল'''
সাম্প্রতিক পরিবর্তন পাতা নজরদারি করতে গিয়ে বিভিন্ন অগঠনমূলক ও অপ্রয়োজনীয় সম্পাদনা বাতিল করতে হয়। এর ফলে অনেক নতুন ব্যবহারকারী উইকিপিডিয়ার বিভিন্ন নীতিমালা সম্পর্কে অবগত না থাকায় তারা সম্পাদনা বাতিলকারীকে ব্যক্তিগত আক্রমণমূলক বার্তা দিয়ে থাকে। যেটি আমি নিজেও আলাপ পাতা ও ইমেইলের মাধ্যমে ইতোপূর্বে একাধিক বার্তা পেয়েছি।
::'''প্রতিকার''' সাম্প্রতিক পরিবর্তন পাতায় উক্ত প্রকারের সম্পাদনা বাতিলের পর ব্যবহারকারীকে সতর্ক বার্তা প্রদান। সেই সাথে কেউ যদি ব্যক্তিগত আক্রমণমূলক বার্তা দেয় তাহলে তাকে (নতুন/পুরাতন ব্যবহারকারী) সঠিকভাবে বুঝানোর চেষ্টা করা উচিত। ব্যক্তিগত আক্রমণমূলক বার্তার উত্তর হিসেবে আমি ব্যবহারকারীকে সঠিকপন্থায় বুঝানোর চেষ্টা করি এবং প্রয়োজনে ব্যক্তিগতভাবে বিষয়টি সম্পর্কে অভিজ্ঞ প্রশাসকের নিকট অবহিত করে থাকি।
 
'''সমস্যা - ব্যবহারকারীদের সহযোগিতা'''
উইকিপিডিয়ায় সকল নতুন ব্যবহারকারীদের কম-বেশি সহযোগিতার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে অনেক অভিজ্ঞ ব্যবহারকারী তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকে।
::'''প্রতিকার''' যেহেতু আমরাও একদিন নতুন ছিলাম তাই সবার উচিত নতুনদের যথাসম্ভব বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সহযোগিতা করা।
 
'''বিষয়বস্তু - ২'''
অবশ্যই আচরণবিধি ও দিকনির্দেশনার জন্য এই ধরনের নীতিমালার প্রয়োজন রয়েছে। আমাদের উচিত আচরণবিধি ও নীতিমালা সহজ ও বোধগম্য করার মাধ্যমে উইকিপিডিয়ায় একটি সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। ধন্যবাদ — [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|আল রিয়াজ উদ্দীন]] ([[ব্যবহারকারী আলাপ:Al Riaz Uddin Ripon|আলাপ]]) ০৯:২৮, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)