উইকিপিডিয়া:সর্বজনীন আচরণবিধি সংক্রান্ত আলোচনা/নির্দেশনা তৈরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
৪৫ নং লাইন:
=== বিষয়বস্তু - ২ ===
বাংলা উইকিমিডিয়ায় গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষ্যে বৈশ্বিক নীতিমালার অবশ্যই প্রয়োজন রয়েছে। পাশাপাশি বিদ্যমান নীতিমালাগুলোর অনুবাদ করার অতীব জরুরী। ব্যবহারকারীর অধিকার সম্পর্কে সচেতন করা প্রয়োজন। ধন্যবাদ সহযোগে - [[ব্যবহারকারী:Suvray|Suvray]] ([[ব্যবহারকারী আলাপ:Suvray|আলাপ]]) ০৪:৩৬, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)
 
== মতামত প্রদান - শাহিদুল হাসান রোমান ==
 
''''বিষয়বস্তু-১''''
 
* নতুনদের প্রতি সদয় হওয়া:
শূন্য থেকেই সবাই শিখে। স্বাভাবিকভাবেই নতুনরা কোন একটি নিবন্ধ তৈরি করলে সেখানে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। অনেক সময় বাধ্য হয়েই অপসারন ট্যাগ লাগাতে হয়। এতে করে সেই নিবন্ধ প্রণেতা উৎসাহ হারিয়ে ফেলে। তাই যদি নিবন্ধের বিষয়বস্তু উইকিপিডিয়াতে থাকার যোগ্য হয় সেক্ষেত্রে যিনি অপসারন ট্যাগ লাগিয়েছেন তিনি সাথে সাথে ট্যাগ না লাগিয়ে নিজে নিবন্ধটিকে কিছুটা হলেও রাখার জন্য সাহায্য করতে পারেন কিনা তা ভাবা উচিত অর্থাৎ নিবন্ধটিতে তথ্যসূত্র যোগ করে, নিবন্ধটিতে আরো পর্যাপ্ত তথ্য যোগ করতে পারেন কিনা তা ভেবে দেখা উচিত। তারপরেই ট্যাগ লাগানো উচিত।
* কোন কোন নিবন্ধ তৈরি করা যাবে কোনটি তৈরি করা যাবে নাহ:
অনেক নতুন সম্পাদকের মনে প্রশ্ন জাগে আমার প্রাইমারী স্কুল, হাই স্কুল, মাদ্রাসা এসবের নিবন্ধ বানানো যাবে কিনা? সরকারের কোন কোন উচ্চ পর্যায়ের ব্যক্তির নিবন্ধ তৈরি করা যাবে? রাজনৈতিক কোন পদের ব্যক্তির নিবন্ধ বানানো যাবে? এসব বিষয়।
এ বিষয়গুলো অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তাই এক্ষেত্রে নির্দেশিকাগুলো আরো সহজ করতে হবে। একটা তালিকাও তৈরি করা যেতে পারে অর্থাৎ সেখানে থাকবে কোন কোন ক্ষেত্রের কোন কোন ব্যক্তির নিবন্ধ বানানো যাবে। তার কি কি উল্লেখযোগ্যতা থাকতে হবে। আরো সহজে বুঝার জন্য পাশে দিয়ে উদাহরন হিসেবে সেসব বিষয়ে উইকিতে থাকা বর্তমান কিছু নিবন্ধের লিংক দিয়ে দিতে হবে অর্থাৎ এর দ্বারা বুঝাবে এই এই ধরনের ব্যক্তির নিবন্ধ তৈরি করা যাবে এবং তার এই যোগ্যতা বা উল্লেখযোগ্যতা রয়েছে।
 
''''বিষয়বস্তু-২''''
আচরণবিধি বা নৈতিক দিকনির্দেশনার জন্য এ ধরণের বৈশ্বিক নীতিমালা অবশ্যই প্রয়োজন রয়েছে। এতে করে বাংলা উইকিপিডিয়ায় শৃঙ্খলা ফিরে আসবে। [[ব্যবহারকারী:Shahidul Hasan Roman|Shahidul Hasan Roman]] ([[ব্যবহারকারী আলাপ:Shahidul Hasan Roman|আলাপ]]) ০৮:১৬, ৩১ মার্চ ২০২০ (ইউটিসি)