দেইবা মাগান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{তথ্যছক চলচ্চিত্র
| নাম = দেইবা মাগান
| চিত্র = Deivaদেইবা Maganমাগান.jpg
| ক্যাপশন =
| পরিচালক = এ সি তিরুলোকচন্দ্র
২২ নং লাইন:
| আয় =
}}
'''দেইবা মাগান''' ({{lang-ta|தெய்வமகன்}}; 'অর্থ' "স্বর্গীয় পুত্র") হচ্ছে ১৯৬৯ সালের একটি তামিল ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির রচয়িতা এবং পরিচালক ছিলেন এ. সি. তিরুলোকচন্দ্র, যদিও চলচ্চিত্রটির মূল কাহিনী তিরুলোকচন্দ্র বাঙালি ঔপন্যাসিক [[নীহার রঞ্জন গুপ্ত]]ের 'উল্কা' থেকে নিয়েছিলেন। চলচ্চিত্রটি তামিল চলচ্চিত্র জগতের মহানায়ক [[শিবাজি গণেশন]] একই সঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করেছিলেন এবং নায়িকা হিসেবে ছিলেন [[জয়রাম জয়ললিতা]]। এছাড়াও ছিলেন পাণ্ডারি বাই, মেজর সুন্দররাজন, এমএন নম্বিয়ার, [[নাগেশ]] এবং ভি নাগাইয়াহ সহকারী ভূমিকায়। চলচ্চিত্রটির মূল কাহিনী একজন সফল শিল্পপতিকে নিয়ে যে তার মত একই রকম দেখতে (একই রকম চেহারার) পুত্রকে নিয়ে দুশ্চিন্তায় থাকে।
 
দেইবা মাগান ১৯৬৯ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে মুক্তি পায়। [[শিবাজি গণেশন]]ের অভিনয় চলচ্চিত্রবোদ্ধা এবং দর্শকদের নজর কেড়েছিলো, দর্শকরা শিবাজিকে তাদের একমাত্র জনপ্রিয় অভিনেতার কাতারে ফেলে দিয়েছিলেন। ব্যবসায়িকভাবে সফল এই চলচ্চিত্রটি ১৯৬৯ সালের অন্যতম সেরা তামিল ভাষার চলচ্চিত্র ছিলো। চলচ্চিত্রটি ছিলো প্রথম তামিল চলচ্চিত্র যেটা [[সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য ভারতীয় নিবেদন]]ে গিয়েছিলো।
 
==সারাংশ==
বড় ব্যবসায়ী শঙ্কর পার্বতী নামের এক মহিলার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি সুখী জীবনযাপন করেন এবং পার্বতী কন্নন ও বিজয় নামে দু'টি ছেলের জন্ম দেন। কন্নন, বড় যমজ, তাঁর বাবার মতো দাগযুক্ত মুখ নিয়ে জন্মগ্রহণ করেছেন। শঙ্কর, তার বড় ছেলের মুখ সহ্য করতে না পেরে তাকে ডাক্তার বন্ধু রাজুকে হত্যার জন্য জিম্মায় রেখে তার স্ত্রীকে বলেছিল যে কন্নন মারা গেছে। রাজু শিশুটিকে হত্যা না করে এতিমখানায় রেখে যায়।