বাণীকুমার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২৫ নং লাইন:
 
== শিক্ষাজীবন ==
বাণীকুমার হাওড়া জেলা বিদ্যালয়ে তাঁর প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। সেখানে শিক্ষক তথা কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে কাবিরচনায় তিনি মনোনিবেশ করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ইংরেজিতে স্নাতক হন। তাঁর পিতা ও পিতামহের সংস্কৃতে জ্ঞান থাকায় তিনিও সংস্কৃত বিষয়ে পড়াশোনা করেন এবং ‘কাব্যসরস্বতী’ উপাধি পান।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.khaboronline.com/puja-trivia/bani-kumar-and-mahishasuramardini-programme-of-akashvani-kolkata/|শিরোনাম=বাণীকুমার ও মহালয়ার ভোরে ‘মহিষাসুরমর্দিনী’ {{!}} KhaborOnline|শেষাংশ=khabor2014|ভাষা=en-US|সংগ্রহের-তারিখ=2020-03-30}}</ref>
 
== কর্মজীবন ==
সাংসারিক চাপে পড়াশোনা বেশিদূর না করতে পারায় তিনি টাঁকশালে চাকরি করা শুরু করেন। স্মৃষ্টিশীল মননের অধিকারী হওয়ায় ১৯২৭খ্রিস্টাব্দে ১ নম্বর গার্স্টিন প্লেসে এক বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে কলকাতা বেতারকেন্দ্র স্থাপিত হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে বেতারকেন্দ্রে যোগ দেন। তৎকালীন সময়ে বেতারকেন্দ্রের ভারতীয় অনুষ্ঠান বিভাগের অধিকর্তা নৃপেন্দ্রনাথ মজুমদারের আগ্রহে বেতারকেন্দ্র যোগদান করেন রাইচাঁদ বড়াল, পঙ্কজকুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র প্রমুখ শিল্পী। সেখানেই রাইটার স্টাফ আর্টিস্ট হয়ে বৈদ্যনাথ কাজে যোগদান করেন এবং ‘বাণীকুমার’ নামে তাঁর বেতার জীবন শুরু করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://eisamay.indiatimes.com/editorial/post-editorial/the-history-of-radio-musical-mahisasurmardini-narrated-by-abhik-bhattacharya/articleshow/49466106.cms|শিরোনাম=শৈল দেবীর কণ্ঠে ‘বাজল তোমার’, হেমন্তের|ওয়েবসাইট=Eisamay|ভাষা=bn|সংগ্রহের-তারিখ=2020-03-30}}</ref>
 
[[''মহিষাসুরমর্দ্দিনী'' (বেতার অনুষ্ঠান)|মহিষাসুরমর্দিনী]] বেতার অনুষ্ঠানের রচয়িতা হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। তাঁর রচিত কবিতা গুলি হল ''চিত্রলেখা'', ''বিদুষী'', ''জাগৃহী'', ''মরু-মায়া'' ইত্যাদি। এছাড়াও ''রাজপুত্র''নাটকে এবং ‘ভাগ্যচক্র’, ‘দেনা-পাওনা’, ‘রূপলেখা’ ও ‘দেবদাস’ ছবিতে বাণীকুমার রচিত গান গাওয়া হয়েছে। তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য – ‘সন্তান’, ‘সপ্তর্ষি’, ‘গীতবল্লকী’, ‘কথা-কথালি’, ‘মহিষাসুরমর্দিনী’, ‘রায়বাঘিনী’, ‘হাওড়া হুগলীর ইতিহাস’, ‘স্বরলিপিকা’ (২ খন্ড) ইত্যাদি। তিনি ১৯৪১ খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের ‘''ওমর খৈয়াম''’-এর বেতার নাট্যরূপ রচনা করেছিলেন।<ref>শতবর্ষে বাণীকুমার :  স্মরণে ও বরণে</ref>