তরবারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hamid Abrar Khan (আলোচনা | অবদান)
চিত্র
Santo2020 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
'''তরবারি''' হল একটি লম্বা ধারালো অস্ত্র যা কাটাকাটি বা আঘাত হানতে ব‍্যবহৃত হয়ে থাকে। এর প্রকৃত অর্থ ঐতিহাসিক কাল ও ভৌগলিক অঞ্চল ভেদে তাররতম‍্য ঘটে থাকে। তরবারি একটি লম্বা ধাতব ফলকের সঙ্গে হাতল যোগ করে গঠিত হয়। ধাতব ফলকটি সোজা ও বাঁকানো উভয় প্রকারের হয়ে থাকে। বিদ্ধকরণের জন‍্য ব‍্যবহৃত তরবারির ধাতব ফলকটির অগ্রভাগ সূচালো ও সোজা হয়। কাটাকাটির জন‍্য ব‍্যবহৃত তরবারির ধাতব ফলকটির একদিকে বা উভয় দিকে শাণিত প্রান্তদেশ থাকে ও ফলকটি সাধারণত বাঁকানো প্রকৃতির হয়। বহু প্রকৃতির তরবারিই বিদ্ধকরণ ও কাটাকাটির জন‍্য তৈরী হয়ে থাকে।
 
ঐতিহাসিক তথ‍্য অনুযায়ী তরবারির উদ্ভব হয়েছিল ব্রোঞ্চ যুগে,ছোট্ট ছুরি থেকে, আনুমানিক ১৬০০ খ্রীঃ পূর্বাব্দে। পরবর্তীতে লৌহ যুগেওলৌহযুগের তরবারি ছিল ছোট ও ক্রসগার্ড (রক্ষাক্রুস) ছাড়া। স্পাথা, যার উদ্ভব হয়েছিল লেটপ্রয়াত রোমান আর্মির সময়কালে, হলএরপর মধ‍্যযুগেরমধ্যযুগের যেইউরোপীয় ইউরোপিয়ানতরবারির তরবারিপূর্বসূরী দেখাহয়ে যায়উঠে, তারপ্রথমে পূর্বসূরীঅভিপ্রয়াণ এবংবা পরিব্রজনদেশান্তর যুগেযুগের ব‍্যবহৃত প্রথমগৃহীত তরবারি এবং মধ‍্যযুগেরকেবল মাঝামাঝিউচ্চ সময়েমধ্যযুগেই ব‍্যবহৃতপ্রথমসারীর একমাত্রক্রসগার্ড প্রথমসহ শ্রেণীরতরোয়াল সশস্ত্রহিসাবে তরবারি যাতে ক্রসগার্ডবিকশিত লাগানোহয়ে ছিল।উঠে।
 
তরবারি ব‍্যবহার করাকে অসিচালনা বা (আধুনিক পরিভাষায়) অসিক্রীড়া বলা হয়ে থাকে। আধুনিক যুগের প্রথমদিকে পাশ্চাত‍্যের তরবারি প্রকৌশলী প্রধানত দুই রূপে বিভাজিত হয়েছে - বিদ্ধকরণ তরবারি ও অশ্বারোহীর বক্র তরবারি।