রাসায়নিক বিক্রিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md sultan mahmud dewan (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
{{উৎসহীন|date=জুলাই ২০১৫}}
'''রাসায়নিক বিক্রিয়া''' ({{lang-en|Chemical reaction}}) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ ভিন্ন পদার্থে রূপান্তরিত হয়। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলোকে বিকারক বা বিক্রিয়ক পদার্থ বলা হয়। অপরদিকে রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যেসব পদার্থ উত্পন্ন হয়, তাদের বিক্রিয়াজাত পদার্থ বা রিঅ্যাকটেন্টউৎপাদ বলা হয়। রাসায়নিক বিক্রিয়া বিকারক পদার্থগুলোর মধ্যে [[ইলেকট্রন|ইলেকট্রনের]] আদান-প্রদানের ফলে হয়ে থাকে। পদার্থের নিউক্লিয়াসের পরিবর্তন হলে তাকে সাধারণত রাসায়নিক বিক্রিয়া হিসেবে গণ্য করা হয় না।
[[File:ThermiteReaction.jpg]]
(Reactants) বলা হয়। অপরদিকে রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যেসব পদার্থ উত্পন্ন হয়, তাদের বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ বা প্রোডাক্ট (Products) বলা হয়। রাসায়নিক বিক্রিয়া বিকারক পদার্থগুলোর মধ্যে [[ইলেকট্রন|ইলেকট্রনের]] আদান-প্রদানের ফলে হয়ে থাকে। পদার্থের নিউক্লিয়াসের পরিবর্তন হলে তাকে সাধারণত রাসায়নিক বিক্রিয়া হিসেবে গণ্য করা হয় না।
 
== প্রকারভেদ ==
রাসায়নিক বিক্রিয়া মূলত চার ধরনের; এগুলো হলোঃ
#সংযোজন বিক্রিয়া,(Additional Reaction)
#বিয়োজন বিক্রিয়া,(Decomposition Reaction)
#প্রতিস্থাপন বিক্রিয়া (Substitution Reaction)
# দহন বিক্রিয়া (Combustion Reaction)
 
এ ছাড়াও আরো কিছু শ্রেণিভেদ আছে। যেমন, ইলেক্ট্রন স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার যথা: (ক) রেডক্স,(Redox) এবং (খ) নন-রেডক্স,(Non-redox)। তাপ বিনিময়ের বিবেচনায়ও রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার যথাঃ (ক) তাপ উৎপাদী বিক্রিয়া (Exothermic Reaon) এবং (খ) তাপহারী বিক্রিয়া (Endothermic Reaction)। আরও কিছু বিক্রিয়া আছে যা বর্ণিত শ্রেণিবিভাগের অন্তর্ভুক্ত নয় যেমনঃ (ক) পানি বিশ্লেষণ (Hydrolysis), (খ) পানি যোজন (Hydration), (গ) সমাণুকরণ বিক্রিয়া (Isomerisation), (ঘ) কঙ্কাল বিক্রিয়া, ইত্যাদি।
 
=== সংযোজন বিক্রিয়া ===
যে রাসায়নিক বিক্রিয়ায় একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন রাসায়নিক পদার্থ তৈরি করে তখন তাকে সংযোজন বিক্রিয়া বলে।
২৬ ⟶ ২৫ নং লাইন:
 
*Zn(s) + H<sub>2</sub>SO<sub>4</sub> <sub>(aq)</sub> = ZnSO<sub>4</sub> <sub>(aq)</sub> + H<sub>2</sub> <sub>(g)</sub>
এখানে জারণ ও বিজারণ যুগপৎ ঘটেছেঘটেছে।
 
===দহন বিক্রিয়া ===
৪৯ ⟶ ৪৭ নং লাইন:
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
{{অসম্পূর্ণ}}