অ্যামাইটোসিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

103.96.37.91-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
(103.96.37.91-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত)
ট্যাগ: পুনর্বহাল
'''আ্যমাইটোসিস''' হল প্রাণী দেহে এক ধরনের ''কোষ বিভাজন'' যা প্রধানত নিম্ন শ্রেনির জীবে, এক কোষী প্রাণী, [[ব্যাক্টেরিয়া]], কিছু ঈষ্ট, [[অ্যামিবা]] ইত্যাদিতে, পরিদৃষ্ট হয়। এ বিভাজনে প্রথমে [[নিউক্লিয়াস]] বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে এবং পরে [[সাইটোপ্লাজম]] ক্রমান্বয়ে সংকুচিত হয়ে বিভক্ত হয়ে যায় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এ ধরনের কোষ বিভাজনই সরলতম কোষ বিভাজন। একে প্রত্যক্ষ কোষ বিভাজনও (Direct Cell Division) আখ্যায়িত করা হয়। আদি কোষ এ প্রক্রিয়ায় বিভাজিত হয়। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো একটি মাতৃকোষ প্রযায় বা মাধ্যম ছড়াই তাকে অ্যামাইটোসিস বিভাজন বলে।
 
এটি সাধারণত এককোষী প্রাণীর ক্ষেত্রে হয়।যেমন অ্যামিবা,ব্যাকটেরিয়া ইত্যাদি।