পাউলির অপবর্জন নীতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BodhisattvaBot (আলোচনা | অবদান)
রোবট পরিবর্তন সাধন করছে: sq:Parimi i përjashtimit i Paulit
Shubhayu Chatterjee (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
যেসব মৌলিক কণিকার [[স্পিন|স্পিনের]] মান n+১/২ (যেখানে n একটি non negative integer ) অর্থাৎ যারা পদার্থের গাঠনিক উপাদান (এরা বলের কণিকাসমূহ, যাদের স্পিনের মান ০, ১, বা ২, তাদের থেকে ভিন্ন), তাদের যেকোন দুইটি কখনো একই কোয়ান্টাম দশায় থাকতে পারে না --- এই নীতিকেই '''পলির বর্জন নীতি''' বলা হয়। সোজা কথায়, এমন দুইটি মৌলিক কণিকার অবস্থান এবং বেগ কখনো এক হবে না। অর্থাৎ, এমন দুটি কণিকাকে সংকীর্ণ থেকে সংকীর্ণতর কোন স্থানে আবদ্ধ করার চেষ্টা করলে (অর্থাৎ এদের অবস্থানের পার্থক্য কমিয়ে আনার চেষ্টা করলে) এরা আরো বেশী বেগে ছোটাছুটি করতে থাকবে (অর্থাৎ, এদের বেগের পার্থক্য বাড়তে থাকবে)।
 
যে সব মৌলিক কণা পলির বর্জন নীতি মেনে চলে, তাদের ফেরমিঅন বলে। ইলেক্ট্রন, প্রটন ও নিউট্রন এরা সবাই ফেরমিঅন। আর যারা এই নীতি মানে না, তাদের বলে বসন । ফোটন কণা একটি বসন।
মহাবিশ্ব যদি পলির বর্জন নীতিকে উপেক্ষা করে তৈরি করা হতো, তাহলে ৩ টি করে [[কোয়ার্ক]] একত্রিত হয়ে একটি একক [[প্রোটন]] বা একক [[নিউট্রন]] তৈরি করতো না, এরা আবার [[ইলেকট্রন|ইলেকট্রনের]] সাথে জোট বেধে একক [[পরমাণু]]ও তৈরি করতো না। ফলে সমস্ত মহাবিশ্ব কোন সুনির্দিষ্ট আকৃতি না পেয়ে একটা জগাখিচুড়ি আকার ধারণ করত।