নটর ডেম কলেজ, ঢাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mrb Rafi (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
Mrb Rafi (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১২৭ নং লাইন:
লেখাপড়ার পাশাপাশি নটর ডেম কলেজে শিক্ষা-সহায়ক কার্যক্রমকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়। এ কারণে প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এ কলেজের ছাত্ররা বরাবরই ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে।
 
=== নটর ডেম কলেজের ক্লাবসমূহসহশিক্ষা সংগঠনসমূহ ===
নটর ডেম কলেজে বর্তমানে (২০১৮) ২৪ টি ক্লাব রয়েছে।<ref>''[http://archive.prothom-alo.com/detail/news/7410 নটর ডেম কলেজের ক্লাব দিবস ও পঞ্চম যুগপূর্তি উৎসব]'', দৈনিক প্রথম আলো, ২৪ সেপ্টেম্বর ২০০৯ খ্রি.।</ref> কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ এখানে মডারেটরের দায়িত্ব পালন করলেও ছাত্ররাই এসব ক্লাবের প্রাণ। সারা বছর জুড়ে এই ক্লাবগুলো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে কলেজের ছাত্রদের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। এইসব ক্লাবের আয়োজিত কিছু কিছু অনুষ্ঠান ও কার্যক্রম বর্তমানে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হিসাবে মর্যাদা লাভ করেছে। দেশের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এ কার্যক্রমগুলোকে ভিন্নমাত্রা দান করে।
 
এই কলেজের ক্লাবসমূহ হলো:<ref name="NDCIntro">''নবীন বরণ ও ছাত্র-অভিভাবক নির্দেশিকা'', নটর ডেম কলেজ, ১৪ আগস্ট ২০০১ খ্রিস্টাব্দ, ঢাকা।</ref>
*=== '''নটর ডেম ডিবেটিং ক্লাব''' (প্রতিষ্ঠা: ১৯৫৩; প্রতিষ্ঠাতা: [[রিচার্ড উইলিয়াম টিম|আর. ডব্লিউ. টিম]], সিএসসি)===
 
ক্লাবের প্রতিষ্ঠাতা মডারেটর ছিলেন কলেজের তৎকালীন জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি। <ref name="rms">[http://www.rmaf.org.ph/Awardees/Biography/BiographyTimmRic.htm BIOGRAPHY of Fr. Richard William Timm, CSC] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20120819125916/http://www.rmaf.org.ph/Awardees/Biography/BiographyTimmRic.htm |তারিখ=১৯ আগস্ট ২০১২ }}, The 1987 Ramon Magsaysay Award for International Understanding, rmaf.org.ph; পরিদর্শনের তারিখ: ০৪ জানুয়ারি ২০১৩।</ref><ref>''[http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationTimmRic.htm CITATION for Fr. Richard William Timm, CSC] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20120716230126/http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationTimmRic.htm |তারিখ=১৬ জুলাই ২০১২ }}'', Ramon Magsaysay Award Foundation, Manila, Philippines। প্রকাশকাল: ৩১ আগস্ট ১৯৮৭ খ্রি.। পরিদর্শনের তারিখ: ০৪ জানুয়ারি ২০১২ খ্রি.।</ref>
১৩৭ নং লাইন:
 
ক্লাবের বার্ষিক মুখপত্র ''দ্বৈরথ''। ক্লাবের দ্বৈমাসিক দেয়ালিকা ''সুবচন''। এছাড়া ক্লাব প্রতিবছর ''দ্রোহ'' নামে একটি বিতর্ক কড়চা প্রকাশ করে। ক্লাব প্রতিবছর ডিবেটার'স লীগ, মিক্স-আপ, ইন্টার গ্রুপ ডিবেট, পালাবদলসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে।
*=== '''নটর ডেম বিজ্ঞান ক্লাব''' (প্রতিষ্ঠা: ১৮ সেপ্টেম্বর, ১৯৫৫; প্রতিষ্ঠাতা: [[রিচার্ড উইলিয়াম টিম|আর. ডব্লিউ. টিম]] সিএসসি)===
১৯৫৫ সালের ১৮ সেপ্টেম্বর কলেজের তৎকালীন অধ্যক্ষ জীববিজ্ঞানী [[রিচার্ড উইলিয়াম টিম]] সিএসসি নটর ডেম বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করেন। "মানুষের সেবায় বিজ্ঞান" এটি এই ক্লাবের মূল লক্ষ্য। এটি বাংলাদেশের তথা উপমহাদেশের প্রথম বিজ্ঞান ক্লাব। ক্লাবটির বর্তমান মডারেটর হলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মি. ভিনসেন্ট তিতাস রোজারিও।
 
ক্লাবের প্রকাশনাগুলো হল ''অদ্রি'' (বার্ষিক), ''কসমস'' (সাময়িকী; প্রথম প্রকাশ ১৯৭০), ''স্পুটনিক'', ''আবিষ্কার'' (দেয়ালিকা)। অত্র কলেজের ৩টি কুইজ টিম - এনডিসি গোল্ড, এনডিসি ব্লু ও এনডিসি গ্রিন নটর ডেম বিজ্ঞান ক্লাবের মাধ্যমেই পরিচালনা করা হয়।<ref>নবীন বরণ ও ছাত্র-অভিভাবক নির্দেশিকা, নটর ডেম কলেজ, ২০১৬ খ্রিস্টাব্দ, ঢাকা। পৃ.৩৬,৩৭,৩৮</ref>
 
*=== '''নটর ডেম আউটওয়ার্ড বাউন্ড অ্যাডভেঞ্চার ক্লাব''' (OBAC) (''অ্যাডভেঞ্চার ক্লাব'') (প্রতিষ্ঠা: ১১ অক্টোবর, ১৯৬৬; প্রতিষ্ঠাতা: [[রিচার্ড উইলিয়াম টিম|রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি]]===
অজানাকে জানা,অচেনাকে চেনার আকাঙ্খা মানুষের মধ্যে চিরন্তন। এই লক্ষ্যকে সামনে রেখে নটরডেম অ্যাডভেঞ্চার ক্লাব যাত্রা শুরু করেছিল ১৯৬৬ সালের ১১ই অক্টোবর। শুরুতে এই ক্লাবের সাথে ছিলেন উপমহাদেশের প্রতীথযশা বিজ্ঞানী [[রিচার্ড উইলিয়াম টিম|রিচার্ড উইলিয়াম টিম, সিএসসি]]। এরপর ক্লাবের মডারেটর হিসেবে বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেন ভূগোল বিভাগের শিক্ষক মি. নির্মল সরকার আর পরবর্তীতে ইংরেজি বিভাগের শিক্ষক ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি। ক্লাবটির বর্তমান মডারেটর হিসেবে দায়িত্বে আছেন রসায়ন বিভাগের শিক্ষক মি. স্টিফেন ডন সরকার। ছাত্রদের নিয়ে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক জায়গায় শিক্ষা সফরের আয়োজন, বৃক্ষরোপন ক্লাবের, রোমাঞ্চকর নানাবিধ ইভেন্ট আয়োজন ইত্যাদি ক্লাবটির উল্লেখযোগ্য কাজ। এছাড়া ক্লাবটি অ্যাডভেঞ্চারপ্রেমী ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করে "National Adventure Festival"। ক্লাবের বার্ষিক প্রকাশনা ''অ্যাডভেঞ্চার'' এবং ত্রৈমাসিক দেয়ালিকা ''টুকটাক''।
 
*=== '''নটর ডেম রোভার দল''' (প্রতিষ্ঠা: ১৯৭২)===
[[বাংলাদেশ স্কাউটস]] এর রোভার অঞ্চল গঠনের পর ঢাকা জেলা রোভার ১ ও ২ নামে দুটি ইউনিট গঠন করে এবং রোভার অঞ্চলের দ্বিতীয় ইউনিট হিসেবে রেজিস্ট্রেশন করে 'নটর ডেম রোভার দল' পথচলা আরম্ভ করে।
 
ক্লাবের প্রকাশনা ''উন্মেষ'', ''সেবাব্রতী'', ''মাধবীলতা'', ''ইমপিমা'' ইত্যাদি।
*=== '''নটর ডেম বিজনেস ক্লাব''' (''নটর ডেম ব্যবসায় সংঘ'') (প্রতিষ্ঠা: ১৯৭৩)===
 
'কারবারই অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি' -এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৩ খ্রিষ্টাব্দে কলেজের তৎকালীন ছাত্র উপদেষ্টা এবং সমাজকল্যাণ বিভাগের শিক্ষক স্টিফেন গোমেজ, প্রাক্তন অধ্যক্ষ বেঞ্জামিন কস্তা এর পৃষ্ঠপোষকতায় এবং প্রাক্তন শিক্ষক ম. নূরন্নবীর ঐকান্তিক চেষ্টায় 'নটর ডেম বিজনেস ক্লাব' প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ক্লাবটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ফারজানা হোসেন।
১৫৫ নং লাইন:
ক্লাবটি প্রতি বছর ''বিজনেস ফেস্ট বাংলাদেশ''<ref>http://epaper.thedailystar.net/all.php?opt=view&page=39&date=2018-12-27{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০২০ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref> আয়োজনের পাশাপাশি বিভিন্ন কর্মশালা, সেমিনার ও শিক্ষা সফরের আয়োজন করে।
নবীনবরণ উপলক্ষে দেয়ালিকা ''বিপণন'' এবং ক্লাব দিবস উপলক্ষে ''বিজনেস হরাইজন'' প্রকাশ করা হয়।
*=== '''নটর ডেম চেস ক্লাব''' (''নটর ডেম দাবা সংঘ'') (প্রতিষ্ঠা: ২৮ মার্চ, ১৯৮৪)===
ক্লাবটির প্রতিষ্ঠাতা মডারেটর কলেজের জীববিজ্ঞান বিভাগের তৎকালীন শিক্ষক এরিক ফ্রান্সিস। বর্তমান মডারেটর হলেন ইংরেজি বিভাগের শিক্ষক স্বপন হালদার।
ক্লাবটির বার্ষিক আয়োজন "ইন্টার স্কুল এন্ড কলেজ চেস ফেস্টিভ্যাল"। এছাড়া প্রতি বছর ক্লাবটি কলেজের ছাত্রদের নিয়ে 'ইন্ট্রা কলেজ চেস ফেস্টিভ্যাল', নবীন ছাত্রদের জন্য ''ফ্রেশার'স চেস টুর্নামেন্ট'' এবং বিভিন্ন কর্মশালার আয়োজন করে।
ক্লাবের বার্ষিক প্রকাশনা ''যুধিষ্ঠির'' ও দেয়ালিকা ''দুর্দান্ত''।
*=== '''নটর ডেম মানবিক সংঘ''' (প্রতিষ্ঠা: ২৯ আগস্ট, ১৯৮৪)===
এ ক্লাবের প্রতিষ্ঠাতা মডারেটর ছিলেন গোপীনাথ কর্মকার।<ref>আনন্দলোকে, নটর ডেম কলেজ, ঢাকা।</ref> বর্তমানে ক্লাবটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলা বিভাগের প্রভাষক মি. নিখিলেশ ঘোষ।
ক্লাবের মুখপত্র ''মানববার্তা'', বার্ষিক ম্যাগাজিন ''প্রদাহ'' এবং দেয়ালিকা ''অনির্বাণ''।
 
*=== '''নটর ডেম নেচার স্টাডি ক্লাব''' (''নটর ডেম প্রকৃতি নিরীক্ষণ সংঘ'') (প্রতিষ্ঠা: ২৯ আগস্ট, ১৯৮৪)===
ক্লাবের স্লোগান ''Diligite Naturae Pul-chritudincem'' (প্রকৃতির সৌন্দর্যকে ভালোবাসো)।
 
১৬৯ নং লাইন:
 
নিয়মিতভাবে ক্লাবের তরফ থেকে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়। ছাত্র সদস্যদের মাঝে গঠনমূলক মনোবৃত্তির বিকাশই এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য। এ ক্লাবের কার্যক্রমের মধ্যে রয়েছে দৈনিক সংবাদ সংগ্রহ, সাপ্তাহিক ক্লাস ও সভা, পাক্ষিক ন্যাচার স্টাডি স্থান পরিদর্শন, মাসিক দেয়ালিকা, ত্রৈমাসিক পত্রিকা ''"নিসর্গ"'' প্রকাশ, মাসিক চলচ্চিত্র প্রদর্শনী, মাসিক সভা ও মাসিক বক্তৃতা প্রতিযোগিতা, বার্ষিক সভা ও সেমিনার, বার্ষিক পত্রিকা প্রকাশ। ক্লাবের সদস্যদের উদ্যোগে প্রকাশিত বার্ষিক পত্রিকা ''"প্রকৃতি"'' সারা বছরের ক্লাব কার্যক্রমের বহিঃপ্রকাশ।<ref name="NDCIntro"/> এছাড়া ক্লাবটি ছাত্রদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তোলার জন্য প্রায়ই বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে থাকে, যেমন: গ্রাউন্ড ট্রেনিং প্রোগ্রাম (GTP), ফটোগ্রাফি ট্রেনিং প্রোগ্রাম (PTP), অফিস ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম (OMTP), ফিল্ড ওয়ার্ক ট্রেনিং প্রোগ্রাম (FWTP), নিউজলেটার পাবলিকেশন ট্রেনিং প্রোগ্রাম (NPTP), ন্যাচার জার্নালিজম ট্রেনিং প্রোগ্রাম (NJTP), কম্পিউটার ট্রেনিং প্রোগ্রাম (CTP), ক্লাব ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম (CMTP), সায়েন্টিফিক রিসার্চ প্রিপেয়ার্ডনেস ট্রেনিং প্রোগ্রাম (SRPTP) ইত্যাদি। প্রকৃতি সংরক্ষণে নটর ডেম নেচার স্টাডি ক্লাব শুধু নটর ডেম কলেজ ক্যাম্পাসেই নয়, এ ক্লাবের চেতনা ছড়িয়ে দিয়েছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও। এই ক্লাবের আজীবন সদস্যরা মিলিত হয়ে ১৯৯৬ খ্রিষ্টাব্দের ৩০ আগস্ট গড়ে তুলেছেন "নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ" (NSSB) নামে একটি সংগঠন, যা নটর ডেম নেচার স্টাডি ক্লাবকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।<ref name="PANNSC">''[http://www.prothomalo.com/print/news/15668 চারদিক: নটর ডেমের প্রকৃতি উৎসবে]{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}'', শেখর রায়, দৈনিক প্রথম আলো; প্রকাশকাল: ২৯ অক্টোবর ২০০৯ খ্রি.। পরিদর্শনের তারিখ: ০৪ জানুয়ারি ২০১৩ খ্রি.।</ref>
*=== '''নটর ডেম ডিগ্রি ক্লাব''' (প্রতিষ্ঠা: ২০ এপ্রিল, ১৯৮৬; প্রতিষ্ঠাতা: ফাদার জে এস পিশোতো, সিএসসি)===
কলেজের ডিগ্রি (বি.এ ও বি.এস.এস) পর্যায়ের ছাত্রদের নিয়ে গড়ে ওঠা এ ক্লাবটির দেয়ালিকা ও বার্ষিক মুখপত্র ''সপ্তডিঙ্গা''।
*=== '''নটর ডেম যুব রেড ক্রিসেন্ট ক্লাব''' (প্রতিষ্ঠা: [[২৬ নভেম্বর]], ১৯৮৬)===
রেড ক্রিসেন্ট প্রতি বছর রক্ত দান কর্মসূচি, বিভিন্ন সেমিনার ও শিক্ষা সফরের আয়োজন করে। ক্লাবটির বর্তমান মডারেটর রণজিত কুমার নাথ।
দ্বিমাসিক দেয়ালিকা ''কল্যাণ''।
*=== '''রোটার‌্যাক্ট ক্লাব অব নটর ডেম কলেজ''' (প্রতিষ্ঠা: ১৪ মার্চ, ১৯৯০)===
এটি বাংলাদেশে কলেজ পর্যায়ের প্রথম [[রোটারি ইন্টারন্যাশনাল|রোটার‌্যাক্ট ক্লাব]]। ক্লাবটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন প্লাসিড রোজারিও। ক্লাবটি বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার আয়োজন এবং দেয়ালিকা প্রকাশ করে।
*=== '''নটর ডেম নাট্য দল''' (প্রতিষ্ঠা: ১৯৯১)===
অভিনয় দক্ষতাকে শিল্পে পরিণত করার প্রত্যয় নিয়ে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় 'নটর ডেম নাট্যদল'। ২০০৬ সালের নভেম্বরে নাট্যদলের সাথে যুক্ত হয় নতুন স্লোগান 'সৃজনশীল নাট্যচর্চায় একত্রিত হই'। ২০০৭ থেকে কলেজে, কলেজের বাইরে ও [[বিটিভি]]তে প্রায় ৯০টি নাটক মঞ্চস্থ করে। ২০০৯ সালের আগস্টে অনুষ্ঠিত হয় 'জাতীয় নাট্যোৎসব ও নাট্যকর্মশালা ২০০৯'। এরপর ২০১৫ সাল পর্যন্ত আয়োজন করা হয় ৭টি জাতীয় নাট্যকর্মশালা ও উৎসব।
 
ক্লাবের ম্যাগাজিন ''মঞ্চ'', দেয়ালিকা ''থার্ড থিয়েটার'' ও ছবির অ্যালবাম ''নাটুয়া''।
*=== '''নটর ডেম আবৃত্তি দল''' (প্রতিষ্ঠা: ১৮ আগস্ট, ১৯৯২)===
১৯৯২ সালের ১৮ আগস্ট বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক মিসেস মারলিন ক্লারা পিনেরো-র নেতৃত্বে ছাত্রদের আবৃত্তি ও বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে গঠিত হয় নটর ডেম আবৃত্তি দল। তখন থেকেই ছাত্রদের সৃজনশীলতা, মনন ও সুপ্ত প্রতিভার বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নিয়মিত সভা, কর্মশালা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদের মাঝে বাংলা সাহিত্যকে ছড়িয়ে দেয়াই নটর ডেম আবৃত্তি দলের প্রধান লক্ষ্য। অন্তঃকলেজ ও আন্তঃকলেজ প্রতিযোগিতার মাধ্যমে আবৃত্তিচর্চা-কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্য নটর ডেম আবৃত্তি দল বদ্ধপরিকর। জাতীয় আবৃত্তি উৎসব দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিভবান আবৃত্তিকার খুঁজে পেতে অনেক সাহায্য করে। এছাড়া ছাত্রদের মাঝে বাংলা সাহিত্যের ঐতিহ্য-কে ছড়িয়ে দেয়ার জন্য-ও জাতীয় আবৃত্তি উৎসব-এর জুড়ি নেই।
 
ক্লাবের বার্ষিক মুখপত্র ''বৃন্দ'' ও দেয়ালিকা ''নৈবেদ্য''।
*=== '''নটর ডেম ইতিহাস ক্লাব''' (প্রতিষ্ঠা: ২৬ আগস্ট, ১৯৯২)===
ক্লাবের বার্ষিক প্রকাশনা ''প্রজ্ঞা'' ও দেয়ালিকা ''ঐতিহ্য''।
*=== '''নটর ডেম ইকো এন্ড স্পেস ক্লাব ক্লাব''' (প্রতিষ্ঠা: ২৮ অক্টোবর, ১৯৯২)===
পূর্ব নাম: নটর ডেম এনভায়রনমেন্টাল প্রমোশন ক্লাব
ক্লাবের স্লোগান ''Know the World''। বার্ষিক প্রকাশনা ''লাইকেন'' এবং দেয়ালিকা ''অবণী''।
মডারেটর জীববিজ্ঞানের প্রভাষক মোঃ নাজমুল হোসেন।
ক্লাবটি 'ন্যাশনাল স্পেস ক্যাম্প','ইকো এন্ড ওশান কার্নিভাল','ফ্রুট ফেস্টা' ছাড়াও বিভিন্ন কর্মশালা, সেমিনার, শিক্ষা সফর, আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প, প্ল্যান্ট আইডেন্টিফিকেশন, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদির আয়োজন করে।
*=== '''ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিলেশন্স ক্লাব''' (প্রতিষ্ঠা: ২০ ফেব্রুয়ারি, ১৯৯৩)===
ক্লাবের বার্ষিক প্রকাশনা ''যোগাযোগ'' এবং দেয়ালিকা ''বন্ধন''। মডারেটর ইংরেজি বিভাগের মিসেস রিটা যোসেফিন রোজারিও।
*=== '''নটর ডেম সাংস্কৃতিক গোষ্ঠী''' (প্রতিষ্ঠা : [[৪ ডিসেম্বর]], ১৯৯৬)===
ক্লাব মডারেটর হলেন গণিতের প্রভাষক মোঃ আজিজুর রহমান (ফয়সাল আজিজ)
*=== '''নটর ডেম লেখককুঞ্জ''' (প্রতিষ্ঠা: ২৯ জুলাই, ২০০১)===
২০০৯ সাল থেকে ক্লাবের স্লোগান 'অক্ষরে আঁকি সৃষ্টির সৌন্দর্য'। ক্লাবের ত্রৈমাসিক প্রকাশনা ''ঢাক-ঢোল'' ও ''Chit-Chat'', দেয়াল পত্রিকা ''A2Z Campus'', ''অক্ষর'' ও ''ছবিয়াল''। ক্লাব মডারেটর বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক ড. মিজানুর রহমান।
*=== '''নটর ডেম ইংলিশ ক্লাব''' (প্রতিষ্ঠা: ১৯ অক্টোবর, ২০০৫)===
২০০৫ সালের ১৯ নভেম্বর 'নটর ডেম ইংলিশ ক্লাব' ইংরেজি ভাষা নিয়ে কাজ করা বাংলাদেশের প্রথম ও কলেজের ১৯ তম সহশিক্ষা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। <br>
সংগঠনটির শ্লোগান হলো -
২০৬ নং লাইন:
২০১৬ সালে কলেজের নবীনতম সহশিক্ষা সংগঠন হয়েও এটি কলেজের প্রথম ক্লাব হিসেবে সহস্রাধিক সদস্যের মাইলফলক অতিক্রম করে। সর্বশেষ ২০১৯ সাল পর্যন্ত সদস্যসংখ্যার বিচারে এটি নটর ডেম কলেজের সর্ববৃহৎ সহশিক্ষা সংগঠন। ২০১৯ শিক্ষাবর্ষের ছাত্রদের মধ্যে ক্লাবটির সদস্যসংখ্যা ছিল তেরোশতাধিক। ইতোমধ্যে ২০২০ সাল পর্যন্ত সংগঠনটি ছয়টি জাতীয় উৎসব আয়োজন করেছে, যেগুলোতে সারাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অংশগ্রহণকারীর সমাগম দেখা গেছে। এই উৎসবগুলোকে ইংরেজি ভাষা নিয়ে আয়োজিত বাংলাদেশের সর্ববৃহৎ উৎসব হিসেবে দাবি করা হয়।<br>
বর্তমানে সংগঠনটির মডারেটরের দায়িত্ব পালন করছেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সুরঞ্জিতা বড়ুয়া এবং সহ-মডারেটর হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের জনাব হুমায়ুন কবির। <ref> নটর ডেম ইংলিশ ক্লাব প্রকাশিত 'Odyssey 4th Edition' , শেষ পৃষ্ঠা </ref>
*=== '''নটর ডেম আর্ট ক্লাব''' (প্রতিষ্ঠা: ৫ ফেব্রুয়ারি ২০১৭)===
'রং তুলিতে স্বপ্ন আঁকি' এই স্লোগান নিয়ে ৫ ফেব্রুয়ারি ২০১৭ 'নটর ডেম আর্ট ক্লাব' এর যাত্রা শুরু হয়। ক্লাবের মডারেটর কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মিসেস নাদিরা আক্তার। ক্লাবের দেয়ালিকা ''স্বপ্ন ও স্বাধীনতা''।
*=== '''নটর ডেম ম্যাথ ক্লাব''' (প্রতিষ্ঠা: ১৪ মার্চ, ২০১৭)===
২০১৭ সালের ১৪ মার্চ বিশ্ব পাই দিবসে শ্রদ্ধেয় অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও ঠিক দুপুর ১:৫৯ মিনিটে ম্যাথ ক্লাবের উদ্বোধন করেন। ক্লাব মডারেটর হলেন গণিত বিভাগের জনপ্রিয় শিক্ষক [[মোঃ রেজাউল করিম]]। ক্লাবের স্লোগান 'Mighty Math to feel Almighty and His Creation'। ক্লাবের হাতে লেখা সাময়িকী ''The Number'', দেয়ালিকা ''The Plane'' এবং বার্ষিক প্রকাশনা ''The Function''।
*=== '''নটর ডেম এথিক্স ক্লাব''' (প্রতিষ্ঠা:৩ এপ্রিল ২০১৭)===
ক্লাবটি বিভিন্ন কর্মশালা, সেমিনার, কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এবং দেয়ালিকা প্রকাশ করে।
*=== '''নটর ডেম ফটোগ্রাফি ক্লাব''' (প্রতিষ্ঠা:৯ আগস্ট ২০১৭) ===
ক্লাবের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান মডারেটর হলেন কলেজটির জীববিজ্ঞানের সিনিয়র শিক্ষক মঈন উদ্দীন আহসান হাবীব। ক্লাবটি ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা, ফটোওয়াক, সফর ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। ক্লাবটির বার্ষিক উৎসব 'অ্যাপারচার'<ref>https://www.youthop.com/bd/miscellaneous/aperture-f-1-the-beginningphotography-competitionnotre-dame-collegedhaka-2018</ref>।
*=== '''নটর ডেম আইটি ক্লাব''' (প্রতিষ্ঠা: ২৭ জুন ২০১৮)===
ক্লাবের স্লোগান ‘‘ইনোভেটিভ এন্ড এনকোড ইয়োর আইডিয়াস’’। ক্লাবটির মডারেটর কলেজের আইসিটি বিভাগের প্রভাষক সৈকত লরেন্স রোজারিও।<ref name="NDCIntro"/> ক্লাবটি NDITC_init নামক আন্তঃকলেজ আইটি উৎসবের আয়োজন করে থাকে।<ref>https://www.nditc.org/nditcinit.php</ref>