বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫৬ নং লাইন:
জনি ভাই, আপনি বট দিয়ে সব পাকিস্তানি বানান পাকিস্তানী করে দিয়েছে। এছাড়াও আপনি পাতা সরিয়ে পাকিস্তানি থেকে পাকিস্তানী করেছেন। আমি জানি না আপনি কোন ভিত্তিতে তা করেছেন। কিন্তু এটি ভুল। বাংলা একাডেমির নিয়ম অনুসারে আমরা জাতীয়তায় ই-কার হয়। বাংলাদেশী ব্যতিক্রম কারণ একাডেমির নিয়মে ই-কার হলেও বাংলাদেশের সংবিধানে ব্যবহৃত বানানে ঈ-কার হওয়ায় এবং বাংলাদেশী একটি সাংবিধানিক পরিচিত হওয়ায় এটিতে ঈ-কার ব্যবহৃত হয়ে আসছে। অনুগ্রহ করে আপনি এ সংক্রান্ত যে স্থানান্তরগুলো করেছেন সেগুলো নিজ অ্যকাউন্ট ব্যবহার করে ম্যানুয়ালি আগের অবস্থায় ফিরিয়ে আনুন ও আপাতত সকল ক্ষেত্রে বট ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমি আপনার বট ব্যবহার নিয়ে চিন্তিত। এভাবে বট চালালে তো ভাই বট ফ্ল্যাগ বাতিল করা ছাড়া উপায় থাকবে না। — [[User:Wikitanvir|তানভির]] • ০৮:৩২, ২৭ মার্চ ২০২০ (ইউটিসি)
:[[User:Wikitanvir|তানভির]] ভাই, [[উইকিপিডিয়া:জাতীয়তাসূচক বিশেষণের তালিকা]] অনুসারে ঈ-কার ব্যবহার করা হয়েছে। আপাতত বট ব্যবহার করছি। [[ব্যবহারকারী:ZI Jony|<span style="color:#8B0000">'''''জনি'''''</span>]] [[ব্যবহারকারী আলাপ:ZI Jony|<sup><span style="color:Green"><i>(আলাপ)</i></span></sup>]] ০৮:৩৯, ২৭ মার্চ ২০২০ (ইউটিসি)
:: উহু, আপাতত বট ব্যবহার-ই করবেন না, অনুগ্রহ করে। &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ০৮:৪২, ২৭ মার্চ ২০২০ (ইউটিসি)