চ্যানেল আই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
→‎ইতিহাস: সম্প্রসারণ
৩১ নং লাইন:
 
==ইতিহাস==
ইমপ্রেস গ্রুপ ফরিদুর রেজা সাগরের অধীনে ১৯৮০-এর দশকের গোড়ার দিকে টেক্সটাইল উত্পাদনের বাইরে টেলিভিশনে আসার দিকে কাজ করা শুরু করে। ফরিদুর রেজা সাগর এর আগে মুক্তপেশা হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে কাজ করেছিলেন। টেলিভিশনে আসার প্রাথমিক পদক্ষেপ হিসেবে গ্রুপটি [[ইমপ্রেস টেলিফিল্ম]] স্থাপন করে, যা পরে বিটিভির জন্য ছোট ছোট ধারাবাহিক এবং এক খণ্ডের অনুষ্ঠান তৈরি করা শুরু করে।
 
চ্যানেল আই ১৯৯৯ সালের ১ অক্টোবর চালু হয়। সে সময় চ্যানেলটি দিনে ১২ ঘণ্টা প্রাক-রেকর্ড করা প্রোগ্রাম সম্প্রচার করত। দুই বছর পর চ্যানেলটি প্রতিদিন ২৪ ঘন্টা সম্প্রচার করা শুরু করে এবং বাংলাদেশের প্রথম ডিজিটাল চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে।
১ অক্টোবর, ১৯৯৯ এ যাত্রা শুরু করে। দিনে দিনে চ্যানেলটি সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠে।
 
এটি বর্তমানে প্যানআম ব্যবহার করে স্যাটেলাইট সম্প্রচার করে যা এশিয়া এবং অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ কভার করে।
 
[[রেডিও ভূমি]] হল চ্যানলেটির ভ্রাত্রী চ্যানেল। চ্যানেলের আইয়ের এইচডি সংস্করণ সেপ্টেম্বর ২০১৭ সালে চালু হয়।
 
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড হল চ্যানেলটি আয়োজিত বার্ষিক পুরষ্কারের অনুষ্ঠান।
 
== অনুষ্ঠান ==