এনটিভি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
৫৯ নং লাইন:
== ইতিহাস ==
[[চিত্র:Mohammad Mosaddak Ali along with the country’s prominent personalities cutting cake marking the 12th founding anniversary of NTV at its office.jpg|থাম্ব|২০১৫ সালে এনটিভির একযুগ পূর্তী উৎসব পালিত হয়।]]
ফেব্রুয়ারী ২০০৩ সালে এনটিভি চালুর ঘোষণা আসে, প্রাথমিকভাবে একই বছরের এপ্রিলে কার্যক্রম শুরু হয়। টিভি চায়নেলটি সিএনএন এর সাথে অংশীদারিত্বের ঘোষণাও দিয়েছিল। আগস্ট ২০০৬ সালে যুক্তরাজ্য ভিত্তিক একটি বাংলাদেশী টিভি চ্যানেল স্কাই চ্যানেল ৮২৬-এর মাধ্যমে ইউকে এবং ইউরোপ জুড়ে এনটিভির অনুষ্ঠানগুলি দেখানোর অধিকার অর্জন করে, তবে এক বছর পর সম্প্রচার বন্ধ হয়ে যায়।
 
২০০৭ সালের ২৬ শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায়, এনটিভি যে ভবনটিতে অবস্থিত, তাতে আগুন লেগে যায়। এতেআগুনে করেতিনজন মারা যায় এবং শতাধিক আহত হয়। আগুনের কারণে চ্যানেলটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ভবনটিতে একই মালিকানাধীন [[আরটিভি]] নামক চ্যানলটিও অগ্নিকান্ডের শিকার হয়। ২০০৮ সালের আগস্টে এনটিভি স্কাই চ্যানেল ৮৩৩-এর মাধ্যমে ১ বছর পর আবার যুক্তরাজ্যে সম্প্রচার করা শুরু করে। সেপ্টেম্বর ২০১১ সালে এনটিভি প্রথম বাংলাদেশি টিভি চ্যানেল হিসাবে আইএসও শংসাপত্র অর্জন করে।
 
== এনটিভি অনলাইন ==