রড ম্যাককার্ডি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - নতুন অনুচ্ছেদ!
৯৪ নং লাইন:
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৭৯-৮০ মৌসুম থেকে ১৯৯২-৯৩ মৌসুম পর্যন্ত রড ম্যাককার্ডি’র [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। রড ম্যাককার্ডি’র আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়ী জীবন হয়তোবা আরও দীর্ঘস্থায়ী হতে পারতো। কিন্তু, দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী দলের পক্ষে গমনে করায় তা স্তিমিত হয়ে আসে। ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে তিনটি পৃথক রাজ্য দলে খেলেছেন। তন্মধ্যে, তাসমানিয়া দলে ১৯৮০-৮১ মৌসুমে অতিবাহিত করেছিলেন। ইংল্যান্ডে ডার্বিশায়ার ও সবশেষে তিনটি দক্ষিণ আফ্রিকান প্রাদেশিক দলে খেলেন।
 
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেছেন।<ref>{{cite news |url=http://nla.gov.au/nla.news-article131711946 |title=Australian youth team named. |newspaper=[[The Canberra Times]] |date=26 January 1978 |accessdate=16 February 2016 |page=19 |via=National Library of Australia}}</ref> শুরুতে [[ভিক্টোরিয়া ক্রিকেট দল|ভিক্টোরিয়া দলের]] পক্ষে খেলেন। এরপর তাসমানিয়ায় চলে যান। ১৯৮০-৮১ মৌসুমে সফররত নিউজিল্যান্ডীয় একাদশের বিপক্ষে তাসমানিয়ার সদস্যরূপে ৭/৮১ বোলিং পরিসংখ্যান দাঁড় করিয়েছিলেন।<ref>{{cite news |url=http://nla.gov.au/nla.news-article125645156 |title=CRICKET India fights back in exciting game. |newspaper=[[The Canberra Times]] |date=3 January 1981 |accessdate=16 February 2016 |page=26 |via=National Library of Australia}}</ref> ১৯৮১-৮২ মৌসুমে পুণরায় ভিক্টোরিয়া দলে ফিরে আসেন। ১৯৮৪-৮৫ মৌসুমের গ্রীষ্মকালে দক্ষিণ আফ্রিকায় খেলার জন্যে চুক্তিতে আবদ্ধ হন।<ref>http://www.espncricinfo.com/blogs/content/story/638487.html</ref>
 
বিতর্কের ঊর্ধ্বে অবস্থান করেননি তিনি। মাঠে পুণঃপুণঃ নো-বল করেছেন। দলীয় ম্যানেজারকে লাথি মারার দায়ে অভিযুক্ত হয়েছেন।
খুব সম্ভবতঃ ১৯৮৬ সালে বড়দিনের প্রাক্কালে নিজস্ব সেরা ক্রীড়াশৈলী প্রদর্শন করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক টেস্টে ৬/৬৭ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন তিনি।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে এগারোটি [[একদিনের আন্তর্জাতিক|ওডিআইয়ে]] অংশগ্রহণ করেছেন রড ম্যাককার্ডি। ২৭ জানুয়ারি, ১৯৮৫ তারিখে অ্যাডিলেডে সফরকারী [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ দলের]] বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ২৯ মার্চ, ১৯৮৫ তারিখে শারজায় ভারত দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি। তাকে কোন [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।
 
১৯৮০-এর দশকে এগারোটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন রড ম্যাককার্ডি। পরবর্তীতে ১৯৮৫ সালে বিদ্রোহী দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন।
 
বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন।
 
== তথ্যসূত্র ==